Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রামে অপহৃত কলেজ ছাত্র উদ্ধার : গ্রেফতার ১

মূল হোতা খালাতো ভাই!

চট্টগ্রাম ব্যুরো : | প্রকাশের সময় : ১৫ জানুয়ারি, ২০১৯, ১২:০৩ এএম

৫০ লাখ টাকা মুক্তিপণ দাবিতে অপহৃত কলেজ ছাত্রকে উদ্ধার করা হয়েছে। গ্রেফতার করা হয়েছে অপহরণকারী চক্রের এক সদস্যকে। অপহৃত মো. সাদেক ছোবহান সাকিব (১৭) চন্দনাইশের বিজিসি ট্রাস্ট কলেজের ছাত্র। সে সাতকানিয়ার করাইয়ানগর গ্রামের ফৌজুল কবীরের পুত্র।

কলেজে যাওয়ার পথে সাতকানিয়ার ঠাকুরদিঘির পাড় থেকে গত ১০ জানুয়ারি তাকে অস্ত্রের মুখে অপহরণ করা হয়। টানা অভিযানে গতকাল (সোমবার) সকালে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা সদরের বটতলীর একটি আবাসিক হোটেল থেকে তাকে উদ্ধার করে চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের একটি টিম। পরে এক প্রেসব্রিফিংয়ে উদ্ধার অভিযানের বর্ণনা দেন ডিবির কর্মকর্তারা। গ্রেফতার মো. হোসেন (৩০) লোহাগাড়া উপজেলার সুখছড়ি গ্রামের মো. জানে আলমের পুত্র। তবে মূল আসামি ও অপহৃতের খালাতো ভাই জাহাঙ্গীর আলম জয়কে (২৮) পাকড়াও করা যায়নি। ডিবি কর্মকর্তারা জানান, সাতকানিয়া পুলিশের সহযোগিতায় লোহাগাড়ার বটতলী এমকে শপিং সেন্টারের তয়তলা এমকে বোডিং নামের আবাসিক হোটেলের ৩০৪ নম্বর কক্ষ থেকে সাকিবকে উদ্ধার করা হয়। অপহরণের পর আসামী জাহাঙ্গীর আলম জয় তার পিতার কাছে ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবী করে। দাবীকৃত টাকা না দিলে আসামীরা তাকে হত্যা করার হুমকি দেয়। সাকিবের পিতা প্রথমে সাতকানিয়া থানায় জিডি করেন। পরবর্তীতে তিনি নগর গোয়েন্দা পুলিশের কাছে তার পুত্রকে উদ্ধারের আবেদন করেন। মূল আসামি জয়সহ অন্যদের ধরতে অভিযান অব্যাহত আছে বলে জানিয়েছেন ডিবির কর্মকর্তা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অপহৃত কলেজ ছাত্র উদ্ধার
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ