Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কুমিল্লায় বিএনসিসির রেজিমেন্ট ক্যাম্পিং উদ্বোধন

মেহেদি হাসান, কুবি থেকে : | প্রকাশের সময় : ১৫ জানুয়ারি, ২০১৯, ১২:০৩ এএম

বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি), ময়নামতি রেজিমেন্ট, কুমিল্লার আয়োজনে ১৩ জানুয়ারি ২০১৯ হতে ২২ জানুয়ারি ২০১৯ পর্যন্ত দশ দিনব্যাপী পুরাতন বিমানবন্দর, কুমিল্লায় এ রেজিমেন্ট ক্যাম্পিং ২০১৮/ ১৯ অনুষ্ঠিত হচ্ছে। গতকাল সোমবার ময়নামতি রেজিমেন্টের রেজিমেন্ট কমান্ডার লে. কর্নেল সালাহউদ্দিন আল মুরাদ, জি এর সভাপতিত্বে ক্যাম্পিং এর শুভ উদ্ভোধন করেন কুমিল্লা বিশ^বিদ্যালয়ের ভিসি ড. এমরান কবির চৌধুরী।

উদ্ভোধনী অনুষ্ঠানে ভিসি বলেন, ‘সকল ছাত্র-ছাত্রীর উচিত বিএনসিসি করা, কারণ বিএনসিসি সবাইকে সুশৃঙ্গল জীবন দেয়।
প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, এ ক্যাম্পিং এ কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, ল²ীপুর, সিলেট, সুনামগঞ্চ, ব্রাক্ষণবাড়িয়া, মৌলভীবাজার ও হবিগঞ্চ জেলার পাঁচটি বিশ^বিদ্যালয়সহ মোট ১শ’টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে বিএনসিসি অফিসার এবং ক্যাডেটসহ মোট ৪শ’ ৫০ জন অংশগ্রহণ করছে। উক্ত ক্যাডেটদের সামরিক প্রশিক্ষণসহ মুক্তিযুদ্ধ, নেতৃত্বের গুনাবলী, পরিবেশ সংরক্ষণ, প্রাথমিক চিকিৎসা, অগ্নিনির্বাপন, মাদকের কুফল ও প্রতিকার এবং বিভিন্ন অসামরিক প্রশিক্ষণের পাশাপাশি উন্নয়নমূলক প্রশিক্ষণ, খেলাধূলা ও সাংস্কৃতিক চর্চার প্রশিক্ষণ প্রদান করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিএনসিসির রেজিমেন্ট ক্যাম্পিং
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ