পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
সিলেটের পথে বিমানযোগে রওনা হয়েছেন ঐক্যফ্রন্টের নেতারা। সোমবার সকাল ১০টা ৫৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তারা রওনা হন।
জাতীয় ঐক্যফ্রন্টের কেন্দ্রীয় দপ্তরের দায়িত্বে থাকা জাহাঙ্গীর আলম মিন্টু এ তথ্য নিশ্চিত করেছেন।
মিন্টু বলেন, সিলেটের বালাগঞ্জ ছাত্রদল নেতা নিহত সায়েম আহমেদ সোহেলের পরিবারকে সমবেদনা জানাতে ঐক্যফ্রন্টের নেতারা সেখানে যাচ্ছেন।
তিনি বলেন, ঐক্যফ্রন্টের নেতারা সিলেটে গিয়ে হযরত শাহ জালাল শাহ পরানের মাজার জিয়ারত করবেন। তারপরে বালাগঞ্জে নিহত সোহেলের বাড়িতে যাবেন ।
মিন্টু আরো বলেন, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নার যাওয়ার কথা থাকলেও তিনি সাংগঠনিক ব্যস্ততার কারণে সিলেটে যাচ্ছেন না। অন্যদের মধ্যে ঐক্যফ্রন্টের মুখপাত্র বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, গণফোরামের কার্যকর সভাপতি সুব্রত চৌধুরী, সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু, জেএসডি সভাপতি আসম আব্দুর রব, গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী, কৃষক শ্রমিক জনতা লীগের বঙ্গবীর কাদের সিদ্দিকী, হাবিবুর রহমান বীর প্রতীকসহ অন্যরা যাচ্ছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।