Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নিরাপত্তা পরিষদের প্রস্তাব লঙ্ঘন করেছে ইসরাইল

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৪ জানুয়ারি, ২০১৯, ১২:০২ এএম

ইহুদিবাদী ইসরাইলের জঙ্গিবিমান লেবাননের আকাশসীমায় অনুপ্রবেশ করে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ১৭০১ নম্বর প্রস্তাব লঙ্ঘন করেছে বলে জানিয়েছে দক্ষিণ লেবাননে মোতায়েন জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী- ইউনিফিল। ইউনিফিলের মুখপাত্র আন্দ্রিয়া টেনেন্টি এ তথ্য জানিয়ে বলেছেন, লেবানন ও ইসরাইলের সীমান্ত এলাকার পরিস্থিতির ওপর গভীর নজর রেখেছে ইউনিফিল। শুক্রবার রাতে সিরিয়ার রাজধানী দামেস্কের আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা চালায় ইসরাইলি জঙ্গিবিমান। এসব বিমান সিরিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার চোখ ফাঁকি দেয়ার জন্য লেবাননের আকাশসীমা দিয়ে সিরিয়ায় প্রবেশ করে বলে খবর প্রকাশিত হয়েছে। ইহুদিবাদী বিমানের লেবাননের আকাশসীমা লঙ্ঘন সংক্রান্ত সমস্যা সমাধানের জন্য এই বাহিনীর কর্মকর্তারা তেল আবিবের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন বলে ইউনিফিলের মুখপাত্র জানান। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ