Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

১৫ মিনিটেই অচলাবস্থা অবসান সম্ভব

এফবিআইয়ের তদন্তের খবর সবচেয়ে অবমাননাকর : ট্রাম্প

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৪ জানুয়ারি, ২০১৯, ১২:০২ এএম

১৫ মিনিটের মধ্যে মার্কিন অচলাবস্থা পরিস্থিতির সমাধান সম্ভব বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার টুইট বার্তায় এমন মন্তব্য করেন মার্কিন এই প্রেসিডেন্ট। শনিবার টুইটে ট্রাম্প বলেন, ডেমোক্রেটরা চাইলে ১৫ মিনিটের মধ্যে মার্কিন অচলাবস্থা পরিস্থিতির সমাধান সম্ভব। তিনি আরেক টুইটে বলেন, ডেমোক্রেটরা ছুটি কাটিয়ে কাজ শুরু না করা পর্যন্ত আমাদের অনেকদিন এভাবেই থাকতে হবে। আমি হোয়াইট হাউসে স্বাক্ষর করার জন্য প্রস্তুত হয়ে আছি। মার্কিন সরকারের অচলাবস্থার কারণে দেশটির লাখ লাখ কর্মী বেতন ছাড়াই কাজ করতে বাধ্য হচ্ছেন। মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণে অর্থ বরাদ্দ নিয়ে সমঝোতা না হওয়ায় ট্রাম্পের অধীনে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় ধরে অচলাবস্থা চলছে। এতে করে মার্কিন সরকারের লাখ লাখ কর্মী বেতন ছাড়াই কাজ করতে বাধ্য হচ্ছেন। কর্মীদের মধ্যে এফবিআই এজেন্ট থেকে শুরু করে জেলখানা পাহারার কর্মীরাও রয়েছেন। বিবিসির খবরে বলা হয়েছে, ট্রাম্প প্রশাসনের বর্তমান অচলাবস্থা ১৯৯৫-৯৬ সালে তৎকালীন প্রেসিডেন্ট বিল ক্লিনটনের অধীনে ২১ দিনের শাটডাউনের রেকর্ডকে শনিবার পেছনে ফেলেছে। মার্কিন সরকারে দীর্ঘ সময় ধরে অচলাবস্থার কারণে দেশটির জননিরাপত্তাও হুমকির মুখে পড়তে পারে বলে আশঙ্কা করছে বিশ্লেষকরা। এছাড়া এতে করে দেশটির অর্থনীতিতেও এর বিরুপ প্রভাব পড়ছে। অপর এক খবরে বলা হয়, গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের তদন্তের রিপোর্ট প্রকাশ করাকে সবচেয়ে অবমাননাকর বলে আখ্যায়িত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার সারাবিশ্বে খবর প্রকাশিত হয় যে, তিনি যখন এফবিআইয়ের সাবেক প্রধান জেমস কমি’কে বরখাস্ত করেন তখন রাশিয়ার সঙ্গে তার দহরম মহরম থাকতে পারে এমন আশংকায় এফবিআইয়ের কর্মকর্তারা তদন্ত শুরু করেছিলেন। তারা তদন্ত করছিলেন যে, যুক্তরাষ্ট্রের স্বার্থের বিরুদ্ধে গিয়ে ট্রাম্প কি রাশিয়ার সঙ্গে কাজ করছিলেন কিনা। শুক্রবার নিউ ইয়র্ক টাইমস সাবেক একজন আইন প্রয়োগকারী কর্মকর্তা ও ওই তদন্ত সম্পর্কে জানেন এমন একজনের উদ্ধৃতি দিয়ে ওই খবর প্রথম ফাঁস করে। এবিসি, এনডিটিভি, ফক্স নিউজ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ