Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হামাসের নেটওয়ার্ক গুঁড়িয়ে দিতে চায় ইসরাইল

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৪ জানুয়ারি, ২০১৯, ১২:০২ এএম

ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের যোগাযোগ নেটওয়ার্ক গুঁড়িয়ে দিতে চায় ইসরাইল। শনিবার হামাসের সামরিক শাখা জানিয়েছে, গত নভেম্বরে গাজায় আন্ডারকভার অপারেশন পরিচালনা করে দখলদার শক্তি। ওই অপারেশনের উদ্দেশ্য ছিল হামাসের যোগাযোগ নেটওয়ার্কে তালগোল পাকিয়ে দেওয়া। পুরো সিস্টেমটিই বিশৃঙ্খল করে দিতে চেয়েছিল তারা। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম। ফিলিস্তিনের গাজা উপত্যকার ক্ষমতাসীন দল হামাস জানিয়েছে, ২০১৮ সালের ১১ নভেম্বর ইসরাইলের বিশেষ বাহিনী গাজা উপত্যকায় এ অভিযান পরিচালনা করে। ইসরাইলের দাবি, প্রকৃতপক্ষে ওই ঘটনা ছিল একটি গোয়েন্দা মিশন। কিন্তু পরে গোয়েন্দারা ধরা পড়ে গেলে পরিস্থিতি অন্যদিকে মোড় নেয়। ফিলিস্তিন কর্তৃপক্ষের মূল শক্তি হচ্ছে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের রাজনৈতিক দল ফাতাহ। দলটি ইসরাইলের সমর্থনপুষ্ট। অন্যদিকে হামাস ফিলিস্তিনের স্বাধীনতার জন্য দীর্ঘদিন সশস্ত্র সংগ্রাম করে আসছে। সাধারণ নির্বাচনে অংশ নিয়ে জয়লাভ করলেও ইসরাইলের পৃষ্ঠপোষকতায় দলটির কাছ থেকে ক্ষমতা কেড়ে নেয় ফাতাহ। তবে গাজা উপত্যকায় একচ্ছত্র নিয়ন্ত্রণ রয়েছে দলটির। গাজা উপত্যকার নির্বাচনে হামাসের জয়লাভের পর থেকেই সেখানে অবরোধ আরোপ করে রেখেছে ইসরাইল ও মিসর। তারা গাজায় যেকোনও পণ্যসামগ্রী আমদানি-রফতানিতে কড়া নিয়ন্ত্রণ আরোপ করে। ইসারায়েল মনে করে, এতে হামাস চাপে থাকবে আর গাজাবাসীও নিষেধাজ্ঞা শিথিলের আশায় হামাসকে ক্ষমতা থেকে উৎখাত করবে। আল-জাজিরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ