Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৪ জানুয়ারি, ২০১৯, ১২:০২ এএম

সুদানে নিহত ২৪
ইনকিলাব ডেস্ক : আফ্রিকার দেশ সুদানে সরকার বিরোধী আন্দোলনে ২৪ জন নিহত হয়েছেন বলে দাবি করেছে দেশটির সরকারি ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি। শনিবার কমিটির প্রধান আমের ইব্রাহিম বলেন, গত মাসে আন্দোলনে ২৪ প্রাণ হারিয়েছেন। সুদানে এই বিক্ষোভের শুরু মূলত রুটির দাম বৃদ্ধির ঘোষণাকে কেন্দ্র করে। রুটির দাম ছিল ২ সেন্ট। সুদানের সরকার তার দাম বৃদ্ধি করে ৬ সেন্ট করেছে। প্রথমে রাজধানীর বাইরে শুরু হলেও ক্রমেই তা খার্তুমে ছড়িয়ে পড়ে। রয়টার্স।


আফগানিস্তানে নিহত ৫
ইনকিলাব ডেস্ক : আফগানিস্তানের একটি থানায় বন্দুকধারীদের হামলার পর পুলিশ ও বন্দুকধারীদের মধ্যে সংঘর্ষে পাঁচ জন নিহত হয়েছেন। শনিবার পশ্চিমাঞ্চলীয় হেরাত প্রদেশে ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। হেরাত প্রদেশের গভর্নরের মুখপাত্র জিলানি ফারহাদ জানিয়েছেন, দুই বন্দুকধারী থানা ভবনে হামলা চালিয়ে তিন পুলিশ, এক বেসামরিক ও একটি শিশুকে হত্যা করে। রয়টার্স।


কিউবায় নিহত ৭
ইনকিলাব ডেস্ক : কিউবার পূর্বাঞ্চলে পর্যটক ও স্থানীয় যাত্রীবাহী একটি বাস দুর্ঘটনায় সাত ব্যক্তি নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন আরো পাঁচজন। বারাকোয়া ও গুয়ান্তানামো শহরের মধ্যবর্তী সড়কে ওই দুর্ঘটনা ঘটে। বাসটিতে ইউরোপ, মেক্সিকো ও কানাডার ২২ পর্যটক ও ১৮ কিউবান নাগরিক ছিলেন। নিউইয়র্ক টাইমস।


অভিযোগ অস্বীকার
ইনকিলাব ডেস্ক : পাকিস্তানের বন্দরনগরী করাচির চীনা কন্স্যুলেট ভবনে সন্ত্রাসী হামলায় ভারত জড়িত বলে ইসলামাবাদ যে অভিযোগ করেছে নয়াদিল্লি তা অস্বীকার করেছে। শুক্রবার করাচির পুলিশ প্রধান ড. আমির শেখ বলেছেন, চীনা কন্স্যুলেট ভবনে হামলার বিষয়ে আফগানিস্তানে বসে পরিকল্পনা করা হয়েছে এবং ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’ তা বাস্তবায়নে সাহায্য করেছে। জবাবে ভারত বলেছে, পাকিস্তানের এ বক্তব্য “বানোয়াট ও বিদ্রুপাত্মক”। পার্সটুডে।


পম্পেওর বাগাড়ম্বর
ইনকিলাব ডেস্ক : মহাকাশে ইরানের কৃত্রিম উপগ্রহ প্রেরণ জাতিসংঘের প্রস্তাব লঙ্ঘনের শামিল বলে আবারো বাগাড়ম্বর করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। তিনি সংযুক্ত আরব আমিরাত সফরে গিয়ে শনিবার এক বক্তব্যে এই অভিযোগ করেন। ইরানের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগের পুনরাবৃত্তি করে পম্পেও বলেন, মহাকাশে কৃত্রিম উপগ্রহ পাঠানোর যে উদ্যোগ ইরান নিয়েছে তার মাধ্যমে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ২২৩১ নম্বর প্রস্তাব লঙ্ঘিত হবে। পার্সটুডে।


কলঙ্কমুক্ত
ইনকিলাব ডেস্ক : ধর্ষণের দায় থেকে ‘ক্ষমা’ পেতে কেটে গেল সাত দশক! ধর্ষণ যে আদৌ হয়নি যদিও তার প্রমাণ মিলেছিল অনেক আগেই। ১৯৪৯ সালে এক শ্বেতাঙ্গ কিশোরীকে ধর্ষণের অভিযোগে চার কৃষ্ণাঙ্গ তরুণকে দোষী সাব্যস্ত করেছিল আমেরিকার আদালত। সেই চার জনের দু’জন খুন হয়েছিলেন পুলিশেরই হাতে। বাকি দু’জন প্যারোলে ছাড়া পাওয়ার পরে রহস্যজনক ভাবে মারা যান। এই ঘটনার ৭০ বছর পর, গত শুক্রবার ফ্লরিডার গভর্নর রন ডিস্যান্টিস জানালেন, ওই কৃষ্ণাঙ্গেরা কেউই ধর্ষণ করেননি। তাঁদের প্রতি যে অবিচার হয়েছে, তা মেনে নিয়ে সর্বসম্মত ভাবে ‘ক্ষমা’ করা হচ্ছে চার জনকে। এবিপি।

 


দৃশ্যম সিনেমায় উদ্বুদ্ধ হয়ে হত্যা
ইনকিলাব ডেস্ক : ভারতে সাড়া জাগানো অজয় দেবগন অভিনীত সিনেমা ‘দৃশ্যম’ দেখে উদ্বুদ্ধ হয়ে এক তরুণীকে হত্যার দায়ে ক্ষমতাসীন বিজেপির এক নেতাসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সিনেমাটি দেখে টুইঙ্কেল দাগরে নামের ২২ বছর বয়সি ওই তরুণীকে হত্যায় উদ্বুদ্ধ হন বিজেপি নেতা জগদীশ করোতিয়া ওরফে কাল্লু পালোয়ান। গ্রেপ্তার হওয়া অন্য চারজন হলেন- জগদীশ করোতিয়ার তিন ছেলে অজয়, বিজয়, বিনয় ও তাদের সহযোগী নীলিশ কাশ্যপ। ভারতের ইন্দোরে এ হত্যাকান্ড ঘটে। ইন্দোরের ডিআইজি হরিনারায়ণচারী মিশ্র সাংবাদিকদের জানান, বানগঙ্গা এলাকার তরুণী দাগরে হত্যাকান্ডে জড়িত থাকার অভিযোগে এই পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। এনডিটিভি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ