বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ শেখ মোহাম্মাদ আব্দুল্লাহ বলেছেন, আল্লামা শামছুল হক ফরিদপুরী ছদর ছাহেব হুজুর আমার শিক্ষা ও আধ্যাত্মিক গুরু। ধর্ম মন্ত্রণালয়ে কাজ শুরু করার পূর্বে আমি তার মাজার জিয়ারাত করেছি। তার গওহরডাঙ্গা মাদরাসা থেকে আমার শিক্ষা জীবন শুরু। আমার বিশ্বাস, আমার আধ্যাত্মিক ও শিক্ষা গুরুর মাজার জিয়ারতের মাধ্যমে ধর্ম মন্ত্রণালয়ের কাজ শুরু করলে আল্লাহ আমাকে কামিয়াব করবেন। এ বিশ্বাস থেকেই তার মাজার জিয়ারাতের আগে আমি মন্ত্রণালয়ের কাজ শুরু করিনি। আজ রোববার থেকে ধর্ম মন্ত্রণালয়ের কাজ শুরু করবো।
হযরত ছদর সাহেব হুজুর (রহ.)-এর মাজার জিয়ারাতের পর গতকাল ঢাকায় ফিরে আসার পথে টেলিফোনে দৈনিক ইনকিলাবের এ প্রতিনিধিকে তিনি এসব কথা বলেন। তিনি তার কাজে সফলতার জন্য সংবাদ মাধ্যমের সহযোগিতা এবং ওলামায়ে কেরামসহ সকলের দোয়া কামনা করেন।
ধর্ম প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী আমাকে যে গুরুদায়িত্ব দিয়েছেন তা আমি দেশের ওলামা-মাশায়েখদের পরামর্শ নিয়ে আঞ্জাম দেব। আমি দেশের ঐতিহ্যবাহী মাদরাসার ছাত্র ছিলাম এবং দীর্ঘদিন আ.লীগের ধর্ম বিষয়ক সম্পাদক হিসেবে কাজ করছি। দেশের সকল স্তরের ধর্মগুরুদের সহযোগিতা নিয়েই এই মন্ত্রণালয় পরিচালনা করব।
প্রতিমন্ত্রী বলেন, ইতোপূর্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কওমি মাদরাসার সনদসহ যেসব দায়িত্ব আমাকে দিয়েছিলেন, তা আমি আলেম-ওলামাদের নিয়ে নিষ্ঠার সাথে পালন করেছি।
আগামী দিনেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে যে দায়িত্ব দিবেন তা নিষ্ঠার সাথে করবো। তিনি বলেন, ধর্ম মন্ত্রণালয়ে যেসব অসঙ্গতি আছে তা দূর করে স্বচ্ছতা আনাই আমার লক্ষ্য। কোন দুর্নীতি আমার কাছে প্রশ্রয় পাবে না।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।