Inqilab Logo

বুধবার ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১০ আশ্বিন ১৪৩১, ২১ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

শুধু চা পান করেই ৩০ বছর পার

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৩ জানুয়ারি, ২০১৯, ১২:০৩ এএম

গত ৩০ বছর ধরে এই চা খেয়েই দিব্যি সুস্থ রয়েছেন ভারতের ছত্তীসগড় রাজ্যের কোরিয়া জেলার পিল্লি দেবী। মাত্র ১১ বছর বয়সে পিল্লি দেবী সব খাবার ছেড়ে দেন। সেই থেকে শুধুমাত্র চা পান করেই বেঁচে রয়েছেন তিনি। কীভাবে বেঁচে রয়েছেন? সংবাদসংস্থাকে পিল্লি দেবীর বাবা রতি রাম জানিয়েছেন, ষষ্ঠ শ্রেণিতে পড়ার সময়ই পিল্লি সিদ্ধান্ত নেয়; চা ছাড়া অন্য কোনো খাবার খাবে না। ওই সময় একবার জেলার এক ক্রীড়া প্রতিযোগিতায় যোগ দিয়েছিল পিল্লি। সেখান থেকে ফিরে পানিসহ অন্যান্য খাবার খাওয়া ছেড়ে দেয়। ‘প্রথম দিকে পিল্লি বিস্কুট, রুটি ও দুধ খেত। কিন্তু কয়েক মাসের মধ্যে সে কালো চা খাওয়া শুরু করল। চিকৎসকরা জানিয়েছেন, শুধু চা খেলেও ওর কোনো শারীরিক সমস্যা বা রোগ নেই। তবে কীভাবে একজন শুধু চা খেয়ে বেঁচে থাকতে পারে তা কোনো চিকিৎসকই বলতে পারেননি। এনএনআই, জিনিউজ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ