Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মারগট রবির মতে #মিটু আন্দোলনে হলিউডে অনুকূল পরিবর্তন এসেছে

| প্রকাশের সময় : ১৩ জানুয়ারি, ২০১৯, ১২:০৩ এএম

#মিটু আর টাইম’স আপের মত আন্দোলনের ফলে হলিউডে অনুকূল পরিবেশ সৃষ্টি হয়েছে উপলব্ধি করেন অভিনেত্রী মারগট রবি। ‘মেরি কুইন অফ স্কটস’ চলচ্চিত্রের অভিনেত্রীটি জানান তার নতুন এই ফিল্মটি এবং আসন্ন ‘বার্ডস অফ প্রে’ ফিল্ম এই চলচ্চিত্র জগতে পরিবর্তিত মান্সিকতারই নজির বহন করে। “এই মুহূর্তে, আমি নারী পরিচালকের একটি চলচ্চিত্রের প্রচারণায় অংশ নিচ্ছি। আমি সবে এমন একটি চলচ্চিত্রের কাজ শেষ করেছি যার নির্মাণে সব শীর্ষ স্থানীয় সবাই নারী আর অভিনয়ের গুরুত্বপূর্ণ সব ভূমিকায়ও নারীরা আছে। এছাড়া আমি একজন নারী নির্মাতার দ্বিতীয় পরিচালনার ফিল্মে অভিনয় শুরু করার প্রস্তুতি নিচ্ছি যেটি বিপুল বাজেটে নির্মিত হবে,” রবি বলেন। “আমি বিষয়টি নিয়ে ভেবেছি, যে এর জন্য কত অর্থই না বিনিয়োগ করা হচ্ছে। এজন্য দুটি কথা অবলীলায় বলা যায় যে, ‘দারুণ ঘটছে’, অথবা বলা যায়, ‘হ্যাঁ আমি এই সিদ্ধান্তকে সমর্থন জানাই’,” তিনি বলেন। সায়রশে রোনানের সহ-অভিনয়ে ‘মেরি কুইন অফ স্কটস’ গত নভেম্বরে যুক্তরাষ্ট্রে মুক্তি পেয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: #মিটু আন্দোলনে
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ