মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
লাতিন আমেরিকার দেশ আর্জেন্টিনায় সরকারি সেবায় খরচ বাড়ানো ও কঠোর কর্মসূচি নেওয়ার প্রতিবাদের দেশটির প্রেসিডেন্ট মরিসিও মাক্রির বিরুদ্ধে রাজপথে নেমেছে হাজার হাজার আর্জেন্টাইন। স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানায়, আর্জেন্টিনার আর্থিক সংকট কাটাতে সরকারি সেবাখাতে খরচ বাড়িয়েছেন প্রেসিডেন্ট মাক্রি। বিদ্যুৎ ও গ্যাসের বিল বেড়েছে ২ হাজার গুণ। চলতি বছর এই বিল আরও বাড়তে পারে। আন্দোলনে অংশগ্রহণকারী ট্রাকচালক সমিতির নেতা পাবলো মোয়ানো বলেন, ‘জনগণ এটা মানতে পারে না। সরকারের সব সিদ্ধান্তই শ্রমিকদের বিরুদ্ধে গেছে।’ ব্রিটিশ বার্তা সংস্থার প্রতিবেদন থেকে জানা যায়, ফেব্রুয়ারির শুরু থেকেই সাপ্তাহিক আন্দোলন শুরু করবে আর্জেন্টাইনরা। চলতি বছরের শেষেই দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। তার আগে দেশের অর্থনৈতিক সংকট নিয়ে চাপে আছেন প্রেসিডেন্ট মাক্রি। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।