বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরজুবলী ইউনিয়নের চর মধ্য বাগ্যা গ্রামে গৃহবধূ গণধর্ষণের ঘটনায় আরও এক অভিযুক্তকে কুমিল্লা থেকে আটক করা হয়েছে।
এ নিয়ে সু্বর্ণচরে গণধর্ষণের ঘটনায়য় মোট ১১জনকে আটক করা হলো। ঘটনার পর থেকে পলাতক ছিলেন জামাল উদ্দিন ওরফে হেনজু (২৮)। আজ শুক্রবার সকাল ১০টার দিকে কুমিল্লার দাউদকান্দি থেকে তাকে আটক করে নোয়াখালী ডিবি পুলিশ।
নোয়াখালী ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল খায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, ধর্ষণের শিকার ওই নারী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০ ডিসেম্বর ভোট দিতে যান। এ সময় কয়েকজন যুবক তাদের পছন্দের প্রতীকে ভোট দিতে বলেন। ওই নারী রাজি না হলে তাকে দেখে নেওয়ার হুমকি দেন ওই যুবকেরা। এরপর ওই দিন রাতে ১০-১২ জনের একদল যুবক ঘরে ঢুকে প্রথমে স্বামী-স্ত্রী দুজনকে মারধর করেন। পরে স্বামী ও সন্তানদের বেঁধে রেখে ওই নারীকে ঘরের বাইরে নিয়ে গণধর্ষণ করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।