বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান বলেছেন, মজলুম জনগণকে ফেরারী বানিয়ে রাখা যাবে না। জাগপা গণমানুষের দল। স্বাধীনতা ও গণতন্ত্রই জাগপা’র মূল মন্ত্র। পরাধীনতা ভেঙে স্বাধীনতাই জাগপা’র ইতিহাস। সুতরাং শকুনের নজর থেকে মাতৃভূমির প্রতি ইঞ্চি মাটি রক্ষা করা আমাদের ঈমানী দায়িত্ব। কোন আপোস নয়, জাগপা জনগণের অধিকার আদায়ে গণতান্ত্রিক আন্দোলন চালিয়ে যাবে ইনশাআল্লাহ। গতকাল বৃহস্পতিবার বিকালে রাজধানীর আসাদ গেট দলীয় কার্যালয়ে জাগপা’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। তাসমিয়া প্রধান বলেন, আমরা কি পেলাম বা কি পেলাম না সেটা বড় কথা নয়, তবে জাগপা এবং শফিউল আলম প্রধানের আত্মার সাথে যারা বেঈমানী করেছে তাদের সমুচিত জবাব দেয়া হবে। সুতরাং সাধু সাবধান। সভায় উপস্থিত ছিলেন জাগপা সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা খোন্দকার লুৎফর রহমান, জাগপা’র রাজনৈতিক মুখপাত্র ও সহ সভাপতি রাশেদ প্রধান, কেন্দ্রীয় সহ সভাপতি আবু মোজাফফর মোহাম্মদ আনাছ, খন্দকার আবিদুর রহমান, আসম মেজবাহ উদ্দিন, রকিব উদ্দিন চৌধুরী মুন্না, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুর রহমান খান, সৈয়দ শফিকুল ইসলাম, অধ্যাপক ইকবাল হোসেন, প্রিন্সিপাল হুমায়ুন কবির প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।