নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
আইটিএফ এশিয়ান অনূর্ধ্ব-১৪ আন্তর্জাতিক টেনিস প্রতিযোগিতায় বালক এককের সেমিফাইনালে উঠেছেন বাংলাদেশের মাহাদী হাসান আলভী। গতকাল থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনালে মাহাদী হোসেন আলভি ৭-৫, ৭-৬ গেমে নেপালের আরাফ হুদাকে হারিয়ে শেষ চারে জায়গা করে নেন। বালক দ্বৈতে বাংলাদেশের মাহাদি হাসান আলভি ও জুবায়েদ উৎস জুটি যেওয়ারের মোহাম¥দ আলকোটপ, জাইদ মাসনি জুটির কাছে হেরে যায়। বালিকা এককের কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের মাসফিয়া আফরিন লেবাননের মারিয়া ব্রিদির বিপক্ষে এবং সূবর্ণা খাতুন কাজাখস্তানের পেসিনোভার কাছে হেরে যান। এছাড়া বালিকা দ্বৈতে বাংলাদেশের মাসফিয়া আফরিন ও পাকিস্তানের লাক্সমি সাহ জুটি পাকিস্তানের ইরকবিলবুম বায়ারবায়া ও সাজিদ সেজা জুটি হারায়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।