মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
সিরিয়ার কুর্দি বিদ্রোহীদের সুরক্ষা নিশ্চিতের অঙ্গীকার করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। বুধবার ইরাক সফরকালে দেশটির আধা-স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চল সফরকালে তিনি এ অঙ্গীকার করেন। মধ্যপ্রাচ্য সফরের অংশ হিসেবে বাগদাদ সফরের পর ইরাকি কুর্দিস্তানের রাজধানী ইরবিলে পৌঁছান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। এ সফরে সিরিয়া থেকে মার্কিন বাহিনী প্রত্যাহারের ট্রাম্পের ঘোষণার প্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের মিত্রদের আশ্বস্ত করেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী। বাগদাদ সফরে ইরাকের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন মাইক পম্পেও। তবে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আনুষ্ঠানিকভাবে এ সফরের বিষয়ে কোনও মন্তব্য করা হয়নি। ইরাকের প্রেসিডেন্ট বাহরাম বলেন, কয়েক বছর ধরে যুক্তরাষ্ট্রের কাছ থেকে সহায়তা পাচ্ছে বাগদাদ। ফলে তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশের জন্য মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সফর একটি ভালো সুযোগ। মঙ্গলবার জর্ডানের রাজধানী আম্মানে এক সংবাদ সম্মেলনে পম্পেও বলেন, এই অঞ্চলের গুরুত্বপূর্ণ ইস্যুর মধ্যে রয়েছে ইরান ও আইএসকে পরাজিত করা। মধ্যপ্রাচ্যে ইরান বিরোধী জোট গঠনও এ অঞ্চলের আট দেশে পম্পেও’র সফরের অন্যতম লক্ষ্য। জর্ডান, ইরাক ছাড়াও এ সফরে মিসর, বাহরাইন, কাতার, সউদী আরব, সংযুক্ত আরব আমিরাত, ওমান ও কুয়েত যাওয়ার কথা রয়েছে তার। এর আগে গত ২৬ ডিসেম্বর অঘোষিত সফরে ইরাক যান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওই সফরে বাগদাদের আল আসাদ বিমানঘাঁটিতে মার্কিন সেনাদের সঙ্গে সাক্ষাৎ করলেও ইরাকের নেতাদের সঙ্গে দেখা করেননি। বিষয়টি নিয়ে তখন ইরাকের অভ্যন্তরে এবং দেশটির পার্লামেন্টে ব্যাপক সমালোচনা হয়। এদিকে সিরিয়ার কুর্দি বিদ্রোহী গোষ্ঠী ওয়াইপিজি’র সঙ্গে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠতার কঠোর সমালোচনা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান। তিনি বলেছেন, ‘যুক্তরাষ্ট্র তাদের (ওয়াইপিজি) ভালোভাবে চেনেও না। এই সন্ত্রাসী সংগঠনগুলো আমার কুর্দি ভাইদের প্রতিনিধিত্ব করে না। আমেরিকা যদি মনে করে থাকে যে, এই দলগুলো আমার কুর্দি ভাইদের প্রতিনিধিত্ব করে তাহলে তারা মারাত্মক ভুল করছে।’ মঙ্গলবার তুর্কি ক্ষমতাসীন দল জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির নেতাদের উদ্দেশে দেওয়া এক বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন। আল-জাজিরা, দ্য ইন্টারসেপ্ট।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।