Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অবিলম্বে মানহানি শব্দের স্পষ্ট ব্যাখ্যা করা উচিত : মাহাথির

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১১ জানুয়ারি, ২০১৯, ১২:০৩ এএম

 মালয়েশিয়াকে অবশ্যই স্পষ্টভাবে ব্যাখ্যা করতে হবে যে কোন ধরনের মন্তব্যকে রাজকীয় প্রতিষ্ঠানের জন্য সম্মানহানিকর হিসেবে গণ্য করা যাবে। বৃহস্পতিবার পুত্রজায়ায় এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন দেশটির প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। এ খবর দিয়েছে স্টার অনলাইন। মাহাথির বলেন, এই মুহূর্তে আমাদের আইনপ্রয়োগকারী কর্মকর্তারা বুঝেন না কোন ধরনের মন্তব্যকে অপমানজনক হিসেবে গণ্য করা উচিত। তাই আমাদের অবিলম্বে ‘মানহানি’ শব্দটির স্পষ্ট ব্যাখ্যা করা উচিত। তিনি আরো বলেন, মালয়েশিয়ায় এখন বাকস্বাধীনতার চর্চা হয়। যেখানে বাকস্বাধীনতা রয়েছে সেখানে কেউ যদি বাস্তবিক কিছু বলে তাহলে তাকে অভিযুক্ত করা যায় না। অপরদিকে, আমরা যদি মানুষের কথা বলার অধিকার কেড়ে নেই তাহলে তারা অপরাধের বিরুদ্ধেও কথা বলতে পারবে না। এটি হবে অবিচার। এর আগে, ফেসবুকে রাজকীয় প্রতিষ্ঠানের জন্য মানহানিকর মন্তব্য করায় দুই জনকে গ্রেপ্তার করে মালয়েশিয়ার পুলিশ। এতে দেশজুড়ে তীব্র সমালোচনার ঝড় বয়ে যায়। স্টার অনলাইন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ