Inqilab Logo

শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

বিজেপি গোঁড়া ধর্মান্ধ : রাহুল

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১১ জানুয়ারি, ২০১৯, ১২:০৩ এএম

বিজেপিকে গোঁড়া ধর্মান্ধ আখ্যা দিয়ে ভারতের বিরোধী দল কংগ্রেসের সভাপতি রাহুল গান্ধী বলেছেন, বিজেপি যা করছে, তাতে সাংস্কৃতিক জাতীয়তাবাদী পরিভাষা আখ্যা দিলে তা খুবই হালকা হয়ে যাবে। তিনি বলেন, তারা দলিত ও সংখ্যালঘুদের হত্যা করছে, উপজাতিদের ওপর হত্যা ও নৃশংসতা চালাচ্ছে। নারীদের ওপরও হিংস্রতা চালাতে তারা বাকি রাখছে না। রাহুল গান্ধী প্রথমবারের মতো আরব আমিরাত সফরে যাচ্ছেন শুক্রবার। একটি বৈশ্বিক প্রচার কর্মসূচির অংশ হিসেবে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রবাসীদের উদ্দেশে ভাষণ দেবেন তিনি। তার এ সফর উপলক্ষে গালফ নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে রাহুল এসব কথা বলেন। তিনি বলেন, ভারতীয় রাজনীতিতে বিজেপি সহিংসতা, ঘৃণা ও ক্ষোভ ব্যবহার করছে। এটি কখনও সাংস্কৃতিক জাতীয়তাবাদী হতে পারে না। তাদের বিপরীতে আমরা লোকজনকে বলতে চাই- মোদি দুর্নীতিগ্রস্ত, তিনি সাধারণ মানুষের অর্থ চুরি করছেন। অনিল আম্বানির মতো শিল্পপতিদের রক্ষা করছেন তিনি। মোদি ভারতীয় অর্থনীতিকে ধ্বংস করছেন বলেও মন্তব্য করেন রাহুল গান্ধী। তিনি বলেন, আমরা এ বার্তা চারদিকে ছড়িয়ে দেব। আর এভাবেই ২০১৯ সালে তাকে পরাস্ত করব। গালফ নিউজ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ