Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বন্ধ হচ্ছে প্যারিসের নগ্ন রেস্তোরাঁ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১১ জানুয়ারি, ২০১৯, ১২:০৩ এএম

চালু হওয়ার ১৫ মাসের মধ্যেই অবশেষে বন্ধ হতে চলেছে প্যারিসের প্রথম নগ্ন রেস্তোরাঁ। রেস্তোরাঁটি ২০১৭ সালে ফ্রান্সের রাজধানী প্যারিসে চালু হলেও যথেষ্ট গ্রাহক না থাকায় এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে রেস্তোরাঁ কর্তৃপক্ষ। ২০১৭ সালের নভেম্বরে চালু হওয়ার পর মানুষের মধ্যে বেশ আগ্রহ ছিল রেস্তোরাঁটি নিয়ে। একসঙ্গে বসে খাওয়ার ব্যবস্থা ছাড়াও রেস্তোরাঁটিতে ছিল একান্তে সময় কাটানোর সুযোগ। খাবার থেকে শুরু করে রেস্তোরাঁর সাজসজ্জাসহ সব কিছুতেই বেশ অভিনবত্ব এনেছিলেন মালিকরা। নানা রঙের আলো রেস্তোরাঁটিতে একটা মায়াজাল তৈরি করে রাখতো। রেস্তোরাঁটির শর্ত ছিল গ্রাহকদের পোশাক ও ফোন বাইরে জমা রেখে ভেতরে প্রবেশ করে নগ্ন হয়ে খাবার খেতে হবে। তাছাড়া বাইরের মানুষদের নজর এড়াতে রেস্তোরাঁটি জুড়ে ছিল বড় বড় পর্দা। কিন্তু রেস্তোরাঁটি প্যারিস জুড়ে আলোড়ন সৃষ্টি করলেও ক্রেতাদের টানতে পারেনি। সিএনএন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ