Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঈদে আসছে তৌসিফের দশম একক অ্যালবাম

প্রকাশের সময় : ১০ মে, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : ঈদে কণ্ঠশিল্পী তৌসিফের দশম একক অ্যালবাম প্রকাশ হতে যাচ্ছে। তুলে দেবার জন্য কাজ করছেন তৌসিফ। এরইমধ্যে প্রায় সবগুলো গানের সুর করা শেষ হয়েছে। মোট ছয়টি গান থাকবে অ্যালবামে। গীতিকবিতা অনুযায়ী সুর নয় বরং সুরের ওপর গীতিকবিতা বসিয়ে গান করেন তৌসিফ সবসময়। সেই ধারাটাই তৌসিফ তার এবারের অ্যালবামে বজায় রাখার চেষ্টা করেছেন। বরাবরের মতো তার নতুন একক অ্যালবামে দুটি দ্বৈত গান থাকবে। একটি গাইবেন কনা এবং অন্যটি লুইপা। তৌসিফ বলেন, ‘সবসময়ই ধীরে-সুস্থে কাজ করতে পছন্দ করি। আমার কোন কাজেই কখনো তাড়াহুড়া ছিল না। মন যখন সুর বান্ধে তা মনেই গেঁথে রাখার চেষ্টা করি। পরে কাজ করে তা যন্ত্রে ধারণ করি। এমনই কিছু নতুন সুরযন্ত্রে ধারণ করেছি। পছন্দমতো গীতিকবিতার খোঁজে আছি। পেলেই কণ্ঠধারণের কাজটি সেরে ফেলবো। আশা করি, শ্রোতা ভক্তদের ভালোলাগার মতো কিছু গান উপহার দিতে পারবো।’ এদিকে তৌসিফ গত ৭ এপ্রিল পুত্র সন্তানের বাবা হয়েছেন। পুত্রের নাম রেখেছেন নুযায়ার আরদ্বি। আরদ্বিকে নিয়ে আজ তৌসিফের নিজের অন্যরকম জন্মদিন কাটবে বলে জানান। এদিকে গত মাসে তৌসিফ ‘অ্যাডবক্স লিমিটেড’-এ কনসালট্যাণ্ট হিসেবে যোগ দিয়েছেন। উল্লেখ্য, তৌসিফের অন্যান্য অ্যালবামগুলো হচ্ছে- ‘অভিপ্রায়’, ‘অপেক্ষা’, ‘অন্বেষণ’, ‘অনুকাব্য’, ‘অনুক্ষণ’, ‘অনিদ্রা’, ‘আমন্ত্রণ’, ‘ভালোবাসার বায়না’ ও ‘ভালো নেই’।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঈদে আসছে তৌসিফের দশম একক অ্যালবাম
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ