Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিএনপি দশ মিনিটও আন্দোলন করতে পারেনি

সাংবাদিকদের ওবায়দুল কাদের

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১০ জানুয়ারি, ২০১৯, ১২:০২ এএম

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি আন্দোলনে ব্যর্থ হয়েছে, এবং ১০ মিনিটেও আন্দোলন করেনি। তাই তারা আনেআদলন করবে নতুন করে এ কথা বিশ্বাস করার কিছু আছে বলে মনে হয়না। যা বাংলাদেশের জনগণও বিশ্বাস করেনা, আমরাও করিনা। গতকাল সকাল সাড়ে ৯ টার দিকে মুন্সীগঞ্জ লৌহজং শিমুলিয়া ঘাটে ক্যামেলিয়া ফেরিতে যাত্রার পূর্বে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, বিরোধী দলের কর্মসূচি, আচরণ, এগুলো তাদের নিজস্ব ব্যাপার। আন্দোলন ও নির্বাচনে তারা ব্যর্থ হয়েছে, ভবিষ্যতেও সফল হবে না। নির্বাচন নিয়ে তারা লিগ্যাল ভাবে যে কোন ধরণের কর্মসূচি দিতে পারে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, তারা যদি আইনি পথে যায় তাহলে আমলা লিগ্যাল ব্যাটল করবো, যদি রাজনৈতক আন্দোলনে যায়, তাহলে রাজনৈতিক ভাবে মোকাবেলা করা হবে। তারা যদি সহিংসতা ও নাশকতার পথে যায় তাহলে পরিস্থিতি মোকাবেলায় জনগণকে সংগে নিয়ে সমীচিন জবাব দেওয়া হবে।
এছাড়া দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের তিনি বলেন, নতুন মন্ত্রিপরিষদই আগামীর চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারবে। প্রধানমন্ত্রী জানেন কাকে কোন পদে দিলে নির্বাচনের ইস্তেহার যথাযথ ভাবে বাস্তবায়ন হবে। তাই প্রধানমন্ত্রী নিজের অভিজ্ঞতা থেকেই এ মন্ত্রী পরিষদ গঠন করেছেন। আগামী ৫ বছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ট নেতৃত্বে আরো উন্নত, আরো সমৃদ্ধ, আরো আলোকিত বাংলাদেশ দেখতে পারবো বলে মন্ত্রী আশাবাদ ব্যাক্ত করেন।#



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ওবায়দুল কাদের


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ