Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংলাপসহ তিন কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় ঐক্যফ্রন্ট

বিশেষ সংবাদদাতা | প্রকাশের সময় : ৮ জানুয়ারি, ২০১৯, ৭:০১ পিএম | আপডেট : ১২:০৭ এএম, ৯ জানুয়ারি, ২০১৯

একাদশ জাতীয় সংসদের পূন:নির্বাচনের দাবিতে জাতীয় সংলাপসহ তিন কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় ঐক্যফ্রন্ট। কর্মসূচিসমূহ হচ্ছে, জাতীয় সংলাপ অনুষ্ঠান, নির্বাচনী ট্রাইব্যুনালে দ্রুত মামলা দায়ের ও নির্বাচনী সহিংস কবলিত এলাকাসমূহে ফ্রন্টের শীর্ষ নেতৃবৃন্দের সফর। আগামী এক সপ্তাহের মধ্যে সিলেটের বালাগঞ্জে যাবেন নেতারা। তবে কবে কখন জাতীয় সংলাপ হবে তার কোনো দিনক্ষণ তারা ঘোষণা করেননি। ঐক্যফ্রন্টের আহবায়ক ড. কামাল হোসেনের বেইলী রোডের বাসায় স্টিয়ারিং কমিটির বৈঠকের শেষে ফ্রন্টের মুখপাত্র বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কর্মসূচি ঘোষণা করেন। বিকাল সাড়ে ৪টা থেকে দেড় ঘন্টা স্টিয়ারিং কমিটির বৈঠক হয়।
কর্মসূচির সিদ্ধান্ত জানিয়ে ফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন বলেন, আমরা আজকে ফ্রন্টের বৈঠক করেছি যেখানে ৩০ ডিসেম্বর কী ঘটেছিলো তা নিয়ে আলোচনা হয়েছে। আমরা উদ্বেগ প্রকাশ করছি নির্বাচন যে করা হলো, যে নির্বাচন আমরা আশা করেছিলাম, জনগন যে নির্বাচনের মধ্য দিয়ে তাদের প্রতিনিধি বাছাই করতে পারতো সেটা তো হয় নাই। কোনো একটা জিনিস হয়েছে যে, যেটাকে প্রচার করা হচ্ছে যে, নির্বাচন হয়েছিলো এবং সেটার ফলাফলের ভিত্তিতে এই সরকার যেটা গঠন করা হয়েছে সেটা করা হয়েছে। আমরা কিছু কর্মসূচি নিয়েছি এর মধ্যে একটা জাতীয় সংলাপ হবে। পরে ফ্রন্টের পক্ষ থেকে একটি লিখিত বিবৃতি মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম পড়ে শুনান।
বিবৃতিতে বলা হয়, নির্বাচন কমিশনের নিকট আমাদের জোর দাবি হচ্ছে, অনতিবিলম্বে নির্বাচনের কেন্দ্রভিত্তিক ফলাফলের সঠিক অনুলিপি প্রদানের ব্যবস্থা করা হোক। জনগন যেন কেন্দ্রভিত্তিক ফলাফলের অনুলিপি পাওয়ার পর তা আদালতে উপস্থাপনের মাধ্যমে প্রমাণ করতে পারে, ৩০ ডিসেম্বর সংবিধান অনুযায়ী বাংলাদেশে কোনো নির্বাচন হয়নি। এমতাবস্থায় দেশের জনগন নির্দলীয় সরকার ও নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনে পুনরায় একটি অবাধ সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচনের জোর দাবি করছি।
বিবৃতি বলা হয়, ৩০ ডিসেম্বরের নির্বাচনে সরকারি মদদপুষ্ট সন্ত্রাসী বাহিনী দ্বারা ভীতি সন্ত্রস্ত্র হয়ে জনগন ভোট দিতে পারেনি। ফলে জনগন নিজেদের মতামত প্রকাশের অধিকার ও গণতান্ত্রিক অধিকার তথা সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত হয়েছে। ইউএন কনভেনশন এন্ড হিউম্যান রাইটসের মতে শুধু সাংবিধানিক অধিকার নয় বরং একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগনের মানবাধিকারও কেড়ে নেয়া হয়েছে। বাংলাদেশের সংবিধান ও আন্তর্জাতিক আইন অনুযায়ী নির্বাচন কমিশন সংশ্লিষ্ট কর্মকর্তাদের এসব বেআইনি কর্মকান্ড গুরুতর অপরাধ। ৩০ ডিসেম্বরের নির্বাচনে নির্বাচন কমিশন দেশের মালিক জনগনের সাথে প্রতারনা করেছে। অত্যন্ত ন্যাক্কারজনক ভাবে আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনিক কর্মকর্তাদের অপব্যবহার করে এবং সেনা বাহিনীর কার্যকর ভুমিকাকে নিষ্ক্রিয় করে নির্বাচন কমিশন পুলিশ ও প্রশাসনিক কর্মকর্তাদের মৌখিক নির্দেশ দিয়ে সরকারি মদদপুষ্ট সন্ত্রাসী বাহিনীকে ব্যালট পেপারে নৌকা ও লাঙ্গল মার্কায় সিল মেরে ব্যালট বাক্স ভর্তি করে রাখতে সাহায্য করেছে।
ড. কামাল হোসেনের সভাপতিত্বে বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জেএসডির আসম আবদুর রব, কৃষক শ্রমিক জনতা লীগের বঙ্গবীর কাদের সিদ্দিকী, গণফোরামের সুব্রত চৌধুরী, মোস্তফা মহসিন মন্টু, জগলুল হায়দার আফ্রিক, নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান, শহিদুল্লাহ কায়সার, গণস্বাস্থ্য সংস্থার ডা. জাফরুল্লাহ চৌধুরী প্রমূখ উপস্থিত ছিলেন।



 

Show all comments
  • Md Motalib ৮ জানুয়ারি, ২০১৯, ১০:৩৬ পিএম says : 0
    কার সাথে সংলাপ করবেন, কার কাছে মামলা করবেন, আপনারা জানেনা, আদালত চলে একজনের হুকুমে, মামলা করলে সরকারের জন্য ভালই হবে, আদালত রায় দেবে নির্বাচন সুষ্ঠু হয়েছে। তাই সরকার বৈধ।
    Total Reply(0) Reply
  • Jashim Uddin ৮ জানুয়ারি, ২০১৯, ১০:৩৬ পিএম says : 0
    সাংঘাতিক কর্মসুচী সরকার ভয় পেয়েছে। পালানোর পথ খুঁজতেছে ।
    Total Reply(0) Reply
  • AS Choton ৮ জানুয়ারি, ২০১৯, ১০:৩৭ পিএম says : 0
    জাতিকে একটা একটা মোবাইল দেওয়া হোক সংলাপের জন্য!
    Total Reply(0) Reply
  • Mahbubul Alam ৮ জানুয়ারি, ২০১৯, ১০:৩৭ পিএম says : 0
    প্রধানমন্ত্রীর বাসায় গিয়ে পোলাও কোর্মা আর কেক খেতে মন চাইতেছে না কি।
    Total Reply(0) Reply
  • শেখ মোঃ সুমন ৮ জানুয়ারি, ২০১৯, ১০:৩৭ পিএম says : 0
    কোন লাভ নাই কাকুরা নাকে তেল দিয়া ঘুমান পাচ বছর পরে খবর নিয়েন।
    Total Reply(0) Reply
  • Selim Reja Raj ৮ জানুয়ারি, ২০১৯, ১০:৩৮ পিএম says : 0
    দোয়াকরে মানুষ কে আর হাসাবেন না
    Total Reply(0) Reply
  • মহি উদ্দিন নাদির ৮ জানুয়ারি, ২০১৯, ১০:৩৮ পিএম says : 0
    কার সাথে সংলাপ করবেন !!!! আর তামশা বাদ দেও
    Total Reply(0) Reply
  • Adibatu Sadia Marwa ৮ জানুয়ারি, ২০১৯, ১০:৩৯ পিএম says : 0
    হুদুম পেচাঁ বসে আছে আর সম্ভব নয় কেউ পার পাবেনা সকল মানুষের জান নিবের সময় এখন
    Total Reply(0) Reply
  • Raziur Rahman ৮ জানুয়ারি, ২০১৯, ১০:৩৯ পিএম says : 0
    সংলাপ না করলে তো সংবাদ হবেনা, আর সংবাদ না হলে সাংবাদিক আর আপনাদের কাজটা কি?
    Total Reply(0) Reply
  • Ponir Matubber ৮ জানুয়ারি, ২০১৯, ১০:৩৯ পিএম says : 0
    বি এন পি তথা জাতিয় ঐক্যফ্রন্ট ৩০০ আসনের নির্বাচনী অনিয়ম তদান্ত করতে করতে সময় যাবে ৫ বছর । তার মানে অবৈধ সরকার আবার গায়ের জোরো ৫ বছর ক্ষমতায় থাকছে আর তোমরা তদান্ত করতে থাক ।
    Total Reply(0) Reply
  • Sahadat Hossen ৮ জানুয়ারি, ২০১৯, ১০:৪০ পিএম says : 0
    এই পর্যন্ত কোনটি কাজে লাগছে??? কোন কর্মসূচি বাস্তবায়ন হইছে?? রাজনীতী না পারলে চেড়ে দেন,, প্লিজ সাধারন মানুষকে টেনশনে রাখবেন না,,
    Total Reply(0) Reply
  • Ikbal Hasan ৮ জানুয়ারি, ২০১৯, ১০:৪১ পিএম says : 0
    সংলাপ করেন । আন্দোলন করতে হলে আগে নেতা ও কর্মি একসাথে মাঠে নামতে হবে।
    Total Reply(0) Reply
  • nizam ৮ জানুয়ারি, ২০১৯, ১১:৪৮ পিএম says : 0
    আপনারা কোন আন্দোলনের ডাক দিলে আঃলীগ পুলিশ দিয়ে পাখিরমত মানুষ মারবে৷
    Total Reply(0) Reply
  • শফিউর রহমান ৯ জানুয়ারি, ২০১৯, ১:৫৪ পিএম says : 0
    কথায় আছে যায় দিন ভাল আসে দিন বুরা । কথাটা এ জন্য বলা হয়েছে স্বাধীনতা কি জিনিস মানূষ আগে বুজতে পারতনা এখন বুজতে পারতেছে । কারন আমরা মনে হয় এখন পরাধীনতার ছোবলে আটকিয়ে পরেছি । না হয় বংগবন্ধু আমাদেরকে যে স্বাধীনতা দিয়েছিল তা এখন মলিন হতে চলেছে । আমরা এখন সবাই বাংলাদেশি । স্বধীনতার ৫০ বৎছর হতে চল্ল অথছ এখন আমরা নিজেদের মধ্যে কামরা কামরি করতেছি শুধু গদির জন্য । কার মা বাবার বুক খালি হলো তার তোয়াক্কা করতেছিনা এটা কেমন স্বাধীনতা ? এর জন্যকি অগনিত রক্তের বিনিময়ে স্বাধীনতাি এনেছিলাম এটাকি স্বধিনতা কে অপমান করা হলোনা ? তাই আসুন এখনও সময় আছে আমরা পরষ্পর পরষ্পরকে শ্রধ্যা করি এবং এক সাথে কাজ করে দেশের মানূষকে স্বাধীনতার স্বাদ পেতে সাহায্য করি ।
    Total Reply(0) Reply
  • Anwar ১৪ জানুয়ারি, ২০১৯, ৩:৫৩ পিএম says : 0
    Only One Complain ''''''' No More A. Leg '''''''
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতীয় ঐক্যফ্রন্ট


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ