Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অবশেষে শিবগঞ্জে পোস্টার-ব্যানার অপসারণ শুরু

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৮ জানুয়ারি, ২০১৯, ৫:৪৩ পিএম

পত্রিকায় সংবাদ প্রকাশের পর অবশেষে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় পোস্টার-ব্যানার অপসারণের কাজ শুরু করেছে নৌকা প্রতীকের প্রার্থীর লোকজন। মঙ্গলবার বিকেল থেকে নৌকা প্রতীকের প্রার্থীর লোকেরা চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের ইসরাইল মোড়, রসুলপুর, শেখটোলা মোড়, কারবালা মোড়, বাসস্ট্যান্ডসহ পৌর এলাকার বিভিন্ন রাস্তাঘাট, অলিগলি, দোকানপাট, স্কুল ও কলেজের সামনে ঝুলছে থাকা পোস্টার-ব্যানার সরিয়ে ভ্যানে করে নিয়ে যায়।
এ সময় নৌকা প্রতীকের প্রার্থীর ব্যক্তি আবদুল আওয়াল বলেন, প্রার্থীর নির্দেশনায় আমরা প্রায় ৮ থেকে ১০ জন লোক নির্বাচনী সামগ্রী খুলতে শুরু করেছি এবং পোস্টার-ব্যানারগুলো খুলে ভ্যানে করে নিয়ে যাচ্ছি। চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের নৌকা প্রতীকের বিজয়ী সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল জানান, তারা কর্মীদের এসব সরানোর নির্দেশ দিয়েছেন। তারা ইতোমধ্যে কাজ শুরু করেছে।
অপরদিকে উপজেলার বিভিন্ন স্থানে ধানের শীষ, টেলিভিশন ও হাতপাখা প্রতীকের ব্যানার, ফেস্টুন ও পোস্টারসহ এখনো প্রচুর পরিমাণ নির্বাচনী প্রচারসামগ্রী দেখা গেছে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্যবহার করা সব নির্বাচনী সামগ্রী সরানোর শেষ সময় ছিল গতকাল সোমবার রাত ১২টা।
কিন্তু নির্বাচন কমিশনারের নির্দেশনা সত্ত্বেও যত্রতত্র এসব প্রচারসামগ্রী এখনো শোভা যাচ্ছে। ইতোমধ্যে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে নির্বাচন কমিশনারকে অবহিত করার জন্য সব রিটার্নিং কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন ইসি। জানা গেছে- নির্বাচনে ব্যবহার করা পোস্টার, ব্যানার, বিলবোর্ড, গেট, তোরণ বা ঘের, প্যান্ডেল ইত্যাদি প্রচারসামগ্রী ও নির্বাচনী ক্যাম্প ৭ জানুয়ারি রাত ১২টার আগে সংশ্লিষ্ট প্রতিদ্বন্দ্বী প্রার্থী/ব্যক্তিকে অপসারণ করার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।
উপজেলার বিভিন্ন এলাকা সরেজমিন দেখা যায়, জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারীদের ব্যানার-পোস্টারে রাস্তাঘাট, অলিগলি, দোকানপাট, স্কুল ও কলেজের সামনে ঝুলছে নির্বাচনী ব্যানার। ব্যানার-পোস্টারে এখনও ছেয়ে আছে বেশিরভাগ এলাকা। বিশেষ করে ছোট বড় অলিগলির পোস্টার-ব্যানার আগের মতোই আছে। কোথাও কোথাও বাতাসে ছিঁড়ে পড়েছে পোস্টার-ব্যানার। তবে এতকিছুর পরও উপজেলার বিভিন্ন এলাকা থেকেও এখনো নির্বাচনী পোস্টার ও ব্যানার সরানো হয়নি। বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, দেয়াল, বৈদ্যুতিক খুঁটি ও পিলার ভর্তি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়া প্রার্থীদের ব্যানার-পোস্টার। নির্বাচন শেষ হওয়ার পরও উপজেলায় যেন পোস্টারের নগরী। আবার কোথাও পোস্টার ছিঁড়ে গেছে, শুধু রশি ঝুলে আছে। আবার কোথাও পোস্টার মাটিতে পড়ে আছে। শিবগঞ্জ পৌর বাজার সড়কে যত দূর চোখ যায় শুধু পোস্টার। কয়েক জায়গায় রশি ঢিল হয়ে মাটি ছুঁয়ে গেছে পোস্টার। এছাড়া পৌর এলাকার লাকী মোড়, আশা মোড়, শিবগঞ্জ-মনাকষা মোড়, কোর্ট বাজার, দৌলতপুর উপরটোলা, শিবগঞ্জ সরকারি মডেল হাই স্কুল রোড, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও উপজেলা চেয়ারম্যানের কার্যালয় রোডের সামনে পোস্টার ও ব্যানার দেখা যায়। এছাড়াও উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের আশপাশেই বৈদ্যুতিক খুঁটি ও রশি দিয়ে টাঙিয়ে রয়েছে পোস্টার ও ব্যানার।
এ বিষয়ে শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা চৌধুরী রওশন ইসলাম বলেন, নির্বাচনের পর অংশগ্রহণকারী প্রার্থীদেরই নিজ দায়িত্বে এসব পোস্টার সরিয়ে ফেলার কথা। তবে জনগণের চলাচলের ক্ষতিসাধন হলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সংশ্লিষ্টদের দায়িত্ব দিয়ে এসব পোস্টার ও ব্যানার অপসারণ করা যেতে পারে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পোস্টার-ব্যানার অপসারণ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ