বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে শাখা ছাত্রলীগের নেতা-কর্মীর বিরুদ্ধে। সোমবার (৭ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় এ মারধরের ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী ওই শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর একটি লিখিত অভিযোগ করেন।
মারধরের শিকার হওয়া মার্কেটিং বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মুহাম্মদ জাহিদুল ইসলাম দুপুর দুইটার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় দুপুরের খাবার খেতে যায়।
খাবার খাওয়ার পর হাত ধোয়ার সময় এক বড় ভাইয়ের সাথে তার কথা হচ্ছিল। এমন সময় কোনো কারণ ছাড়াই শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও বিশ্ববিদ্যালয়ের অ্যাক্যাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিক্ষার্থী রাফিউল আলম দীপ্ত এসে তাকে চড়-থাপ্পড় মারতে থাকেন।
এসময় জুনায়েদ ও মিঠুনসহ বেশ কয়েকজন শিক্ষার্থী ক্যাফেটেরিয়ায় এবং পরবর্তীতে বের হওয়ার সময় ক্যাফেটেরিয়ার সামনে তাকে আবারও আঘাত করে। এক পর্যায়ে সে সেখান থেকে কোনোভাবে চলে আসে।
এদিকে আহত শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে কুমিল্লা মেডিকেল কলেজে উন্নত চিকিৎসা নিতে পরামর্শ দেন।
আহত শিক্ষার্থী মুহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, ‘আমাকে কোনো কারণ ছাড়াই দীপ্ত, জুনায়েদ ও মিঠুনসহ বেশ কয়েকজন মারধর করে। আমি কানে প্রচ- আঘাত পাই এবং এখন কানে ঠিকমত শুনতে পাচ্ছি না। আমি চাই যারা আমাকে বিনা কারণে মারধর করেছে তাদের সর্বোচ্চ শাস্তি হোক। যার ফলে ভবিষ্যতে এমন ঘটনা আর না ঘটে।’ তার এ ঘটনার জন্য নিরাপত্তাহীনতায়ও ভুগছেন বলে জানান তিনি।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে ছাত্রলীগ নেতা রাফিউল আলম দীপ্ত বলেন, ‘অভিযোগকারী শিক্ষার্থী হাত ধুতে যেয়ে ময়লা লাগিয়ে দেয়। পরবর্তীতে তাকে ব্যাচ জানতে চাইলে আমাদের সাথে তর্ক এবং বেয়াদবি করে। এক পর্যায়ে তাকে একটা চড় দিয়ে ক্যাফেটেরিয়া থেকে বের করে দেয়া হয়।’
ছাত্রলীগ নেতাকর্মী কর্তৃক এ শিক্ষার্থীকে মারধরের বিষয়ে জানতে চাইলে শাখা ছাত্রলীগ সভাপতি ইলিয়াস হোসেন সবুজ বলেন, ‘আমি বিষয়টি জানতাম না। আগে ঘটনার সত্যতা জানি এর পরে আমি মন্তব্য করবো।’
এ বিষয়ে জানতে চাওয়া হলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন বলেন, ‘আমার কাছে একটা অভিযোগ জমা দেয়া হয়েছে। আগামীকাল অভিযোগ দেখে প্রক্টরিয়াল বডি বসে ব্যবস্থা নেবে।’
উল্লেখ্য, এর আগে ২০১৮ সালের ১৯ জুলাই বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের নবম ব্যাচের শিক্ষার্থী ইকবাল খাঁনকে ও ২০১৭ সালের ৫ নভেম্বর রায়হান ইসলাম নামের ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের ৭ম ব্যাচের এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগসহ বিভিন্ন সময়ে দলীয় নেতাকর্মীদের ও সাধারণ শিক্ষার্থীদের মারধরের অভিযোগ রয়েছে প্রধান অভিযুক্ত রাফিউল আলম দীপ্ত’র বিরুদ্ধে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।