Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মামলা করায় বাদীকে হত্যার চেষ্টা

প্রকাশের সময় : ১০ মে, ২০১৬, ১২:০০ এএম

পটিয়া (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা

নারী ও শিশু নির্যাতন আদালতে মামলা করায় চট্টগ্রামের পটিয়ায় মনোয়ারা বেগম নামে এক বাদিনীকে কিরিচ দিয়ে হত্যা চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। গত রোববার মনোয়ারা বেগম পটিয়া প্রেসক্লাবে সাংবাদিকদের এ অভিযোগ করেন। তিনি লিখিত অভিযোগে জানান, গত ১ মে মনোয়ারা বেগম আত্মীয়ের বাড়ি থেকে শ্বশুরবাড়িতে আসার পথে পটিয়া থানাধীন শ্রীমাই সাকিনস্থ ফরেস্টার অফিসের সন্নিকটে পৌঁছলে মো. আজিম উদ্দীন (২৩) তার লোকজন নিয়ে পূর্বপরিকল্পিতভাবে পথরোধ করে তাকে মামলা তুলে নেয়ার চাপ দেয়। এতে মনোয়ারা বেগম রাজি না হলে মো. আজিম উদ্দীন তার হাতে থাকা কিরিচ দিয়ে মাথায় কোপ দেয়ার সময় মনোয়ারা বেগম তা ঠেকাতে গিয়ে তার ডান হাতের কবজির নিচে আঘাত লেগে গুরুতর জখম হয়। তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে আজিমউদ্দীনসহ তার লোকজন পালিয়ে যায়। এ ব্যাপারে পটিয়া থানায় এজাহার দেয়া সত্ত্বেও তা এখনো নিয়মিত মামলা হিসেবে রেকর্ড হয়নি বলে বাদিনীর অভিযোগ। উল্লেখ্য, গত ৩ এপ্রিল রাত ৮টায় মনোয়ারা বেগমের স্বামী বাইরে থাকার সুযোগে প্রতিবেশী আজিম উদ্দীন ঘরে ঢুকে তাকে ধর্ষণের চেষ্টা করে। এ ঘটনায় মনোয়ারা বেগম বাদী হয়ে আজিম উদ্দীনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এ মামলা দায়ের করে। এ ব্যাপারে পটিয়া থানার ওসি রেফায়েত উল্লাহ চৌধুরী বলেন, ঘটনার তদন্ত চলছে। তদন্ত শেষে আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মামলা করায় বাদীকে হত্যার চেষ্টা
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ