বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের গদাইপুরে আলম সাধু (ইঞ্জিন চালিত ভ্যান) চাপায় এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার সকাল ৯ টার দিকে হলদেপোতা টু প্রতাপনগর সড়কে এ দুর্ঘটনা ঘটে।
গদাইপুর গ্রামের রহিম খাঁর পুত্র আশিক ইকবাল (৭) দক্ষিণ গদাইপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেণির ছাত্র। ঘটনার সময় সে বাড়ি থেকে স্কুলে যাচ্ছিল। স্কুলের সামনের সড়কে পৌছুলে একটি বিচালি বোঝাই ভ্যানকে ক্রস করার সময় প্রতাপনগরের দিক থেকে আসা আলম সাধু আশিককে চাপা দেয়। স্থানীয় ইউপি সদস্য হোসেন আলি তাকে উদ্ধার করে দ্রুত আশাশুনি হাসপাতালে ভর্তির পর প্রাথমিক চিকিৎসা শেষে এম্বুলেন্স যোগে সাতক্ষীরা সদর হাসপাতালে নিচ্ছিলেন। মহেশ্বরকাটি এলাকায় পৌছলে তার মৃত্যু হয়।
খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. বাকী বিল্লাহ, শিক্ষা অফিসার শামসুন নাহার ঘটনাস্থান পরিদর্শন করেন। উপজেলা নির্বাহী অফিসার জেলা প্রশাসকের পক্ষ থেকে ৫ হাজার টাকা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতের পরিবারকে ৫ হাজার টাকা এবং তাদের আত্মীয় স্বজনকে ১০ পিস কম্বল প্রদান করেছেন। সোমবার বাদ আছর নিহত ছাত্রের নামাজে জানাযা শেষে লাশ দাফন করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।