Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শিবগঞ্জে ৫ বাড়ি ভাঙচুর আহত ৯

প্রকাশের সময় : ১০ মে, ২০১৬, ১২:০০ এএম

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) উপজেলা সংবাদদাতা

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ইউপি নির্বাচনী-পরবর্তী সহিংসতায় এক সাংবাদিকের বাড়িসহ আরো ৪টি বাড়ি ভাঙচুর করেছে প্রতিপক্ষ। ঘটনাটি ঘটেছে গত রোববার সন্ধ্যায় উপজেলার মনাকষা ইউনিয়নের পারচৌকা গ্রামে। পুলিশ ও স্থানীয়রা জানায়, মনাকষা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের নবনির্বাচিত ইউপি সদস্য সাদেকুল ইসলামের নেতৃত্বে রোববার সন্ধ্যায় একটি বিজয় মিছিল বের করা হয়। এ সময় মিছিল থেকে তার প্রতিদ্বন্দ্বী পরাজিত প্রার্থী মইনুর রহমানসহ ৫টি বাড়ি ভাঙচুর করা হয় এবং পরিবারের সদস্যদের মারধর ও লাঞ্ছিত করা হয়। এ সময় দৈনিক ইত্তেফাকের উপজেলা সংবাদদাতা ও পরাজিত প্রার্থীর চাচা সফিকুল ইসলামের বাড়িতেও হামলা ও ভাঙচুর চালানো হয়। প্রতিপক্ষের মারধরে রিপন, বাবু ও ভুট্টুসহ অন্তত ৯ জন আহত হন। এ ব্যাপারে শিবগঞ্জ থানার ওসি এম এম ময়নুল ইসলাম জানান, পরে খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় পুলিশ নবনির্বাচিত ও পরাজিত প্রার্থীকে আটক করে থানায় নিয়ে আসে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শিবগঞ্জে ৫ বাড়ি ভাঙচুর আহত ৯
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ