Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাকুন্দিয়ার ৯ ইউনিয়নে বিএনপির প্রার্থী চূড়ান্ত

প্রকাশের সময় : ১০ মে, ২০১৬, ১২:০০ এএম

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) উপজেলা সংবাদদাতা

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার ৯টি ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থীর নাম ঘোষণা করেছে বিএনপি। রোববার রাত ৯টার দিকে রাজধানীর গুলশানের বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয় থেকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আমলগীর স্বাক্ষরিত প্রার্থীর প্রতীক বরাদ্দের চিঠি বিতরণ করা হয়। মনোনীত প্রার্থীরা হলেনÑ জাঙ্গালিয়া ইউনিয়নে সাবেক চেয়ারম্যান ও সাবেক ভিপি মো. তৌফিকুল ইসলাম, চরফরাদী ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান, উপজেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক ভিপি মো. কামাল উদ্দিন, এগারসিন্দুর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান মো. বজলুল করিম বাবুল, বুরুদিয়া ইউনিয়নে মো. আসাদুজ্জামান আসাদ, পাটুয়াভাঙ্গা ইউনিয়নে মো. আরফান উদ্দিন, নারান্দী ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান মো. জহিরুল ইসলাম খোকন, হোসেন্দী ইউনিয়নে মো. মোফাজ্জল হক মিটন, সুখিয়া ইউনিয়নে মো. হারুন অর রশিদ কাজল ও চন্ডিপাশা ইউনিয়নে মো. সারোয়ার আলম বরকত। উল্লেখ্য, পাকুন্দিয়ার ৯ ইউনিয়নের আগ্রহী প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আজ। যাচাই-বাছাই ১১ ও ১২ মে, প্রত্যাহার ১৯ মে, প্রতীক বরাদ্দ ২০ মে ও ভোটগ্রহণ ৪ জুন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পাকুন্দিয়ার ৯ ইউনিয়নে বিএনপির প্রার্থী চূড়ান্ত
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ