Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ব্রাহ্মণবাড়িয়ায় সিএনজি অটোরিক্সার চাপায় স্কুল ছাত্র নিহত

ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৭ জানুয়ারি, ২০১৯, ৪:৩৮ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সিএনজি চালিত অটোরিক্সার চাপায় মুজাহিদ (০৬) নামে প্রথম শ্রেণীতে পড়–য়া এক স্কুল ছাত্র নিহত হয়েছে। গতকাল সোমবার দুপুরে উপজেলার ধরখার ইউপির রুটি গ্রামের আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত মুজাহিদ রুটি গ্রামের প্রবাসী নিজাম উদ্দিনের ছেলে। নিহতের মামা আফজাল মিয়া জানান, স্থানীয় সোনার বাংলা মডেল কিন্ডার গার্টেন থেকে ছুটির পর মুজাহিদ বাড়িতে ফিরছিল। এ সময় মূলগ্রাম-ধরখার আঞ্চলিক সড়কে দ্রুতগামী একটি সিএনজি অটোরিক্সা তাকে চাপা দিলে সে গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। আখাউরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশাররফ হোসেন তরফদার জানান, আমরা দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সিএনজি অটোরিক্সা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ