Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অবশেষে আওয়ামী লীগের প্রার্থী চূড়ান্ত

প্রকাশের সময় : ১০ মে, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার, সাভার থেকে

অবশেষে নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে সাভার উপজেলার ১২টি ইউনিয়নে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী চূড়ান্ত করা হয়েছে দল থেকে। গত শুক্রবার রাতে গণভবনে আওয়ামী লীগের নির্বাচনী মনোনয়ন বোর্ডের সভা শেষে প্রার্থীদের নাম নিশ্চিত করা হয়। সাভার ইউনিয়নে সাভার থানা যুবলীগ সাবেক আহ্বায়ক সোহেল রানা, তেঁতুলঝোড়া ইউনিয়নে ঢাকা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ফখরুল আলম সমর, বিরুলিয়া ইউনিয়নে সাভার থানা যুবলীগের সভাপতি সেলিম মন্ডল, আশুলিয়া ইউনিয়নে ঢাকা জেলা (উত্তর) স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি সাহাবুদ্দিন মাদবর, পাথালিয়া ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান পারভেজ দেওয়ান, ইয়ারপুর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান সৈয়দ আহম্মদ মাস্টার, আমিনবাজার ইউনিয়নে আওয়ামী লীগ নেতা ও বর্তমান চেয়ারম্যান আনোয়ার হোসেন, কাউন্দিয়া ইউনিয়নে শান্ত খান, বনগাঁও ইউনিয়নে সাইফুল ইসলাম, শিমুলিয়া ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান আজহারুল ইসলাম সুরুজ, ভাকুর্তা ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান আনোয়ার হোসেন ও ধামসোনা ইউনিয়নে সাইফুল ইসলাম। এবার মনোনয়ন থেকে বাদ পড়েছেন আশুলিয়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা হেলাল উদ্দিন মাদবর ও কাউন্দিয়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান সাইফুল ইসলাম। প্রার্থীরা তাদের মনোনয়ন পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে এ ১২টি ইউনিয়নে বিএনপি প্রার্থীদের কথা এখনও শোনা যায়নি। এ ১২টি ইউনিয়নে আগামী ৪ জুন নির্বাচন অনুষ্ঠিত হবে। এখানে মোট ভোটার সংখ্যা ৬ লাখ ৭৩ হাজার ৭৯৯ জন বলে জানিয়েছেন সাভার উপজেলা নির্বাচন অফিসার মমিন মিয়া।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অবশেষে আওয়ামী লীগের প্রার্থী চূড়ান্ত
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ