রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
সুনামগঞ্জের দিরাই উপজেলার চরনারচর উপজেলার ৩৩ জন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যের নির্বাচনী মজুরির টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। গতকাল রোববার দুপুরে জেলা প্রশাসকের ফ্রন্ট ডেস্কে এমরকার হোসেনসহ ২০ জন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য স্বাক্ষরিত একটি অভিযোগ দেওয়া হয়েছে।
অভিযোগের অনুলিপি দেয়া হয়, সিলেট দুর্নীতি দমন কমিশন, সুনামগঞ্জ পুলিশ সুপার, দিরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে।
অভিযোগ উল্লেখ করা হয়, উপজেলার চরনারচর ইউনিয়নের ৬, ৭ ও ৮ নম্বর ওয়ার্ডে ৩৩ জন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নারী ও পুরুষ সদস্য নির্চাচনী দায়িত্ব পালন করেন। উপজেলা আনসরা ও গ্রাম প্রতিরক্ষা অফিস থেকে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের বলা হয়েছে জন প্রতি নির্বাচনী দায়িত্ব পালনের জন্য ৫ হাজার টাকা করে দেয়া হবে। নির্বাচন সমাপ্ত হলে মজুরির টাকা উত্তোলনের জন্য দিরাই উপজেলা অফিসে গেলে টিম লিডার জাহানারা বেগম ৩৩ জন্যের মধ্যে ৩ হাজার থেকে সাড়ে ৩ হাজার টাকা করে দেন। টাকা কম দেওয়ার বিষয়টি অফিসারদের জানালে তাদের চাকরি থাকবে না বলেও হুমকি দেন জাহানারা বেগম। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর টিম লিডার জাহানারা বেগম তার বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করেছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।