Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কেরানীগঞ্জে ভোটকেন্দ্রে দায়িত্ব পালন করা ৩৫০জন আনসার ভিডিপি সদস্যের ভাতা লোপাটের অভিযোগ

কেরানীগঞ্জ(ঢাকা)উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৬ জানুয়ারি, ২০১৯, ৫:৫৫ পিএম

ঢাকার কেরানীগঞ্জে এবার ভোট কেন্দ্রে দ্বায়িত্ব পালন করা খন্ডকালীন ৩৫০জন আনসার ভিডিপি সদস্যের ভাতা লোপাটের অভিযোগ পাওয়া গেছে। গতদুইদিন ধরে হতদরিদ্র এসবলোক বিভিন্ন জায়গায় ধর্না দিয়েও কোন প্রতিকার পাচ্ছে না।
আজ রোববার দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গনে জমায়েত হওয়া এসব লোকদের মধ্যে নুর ইসলাম, চান মিয়া ও সালামসহ কয়েকজন ভুক্তভোগী খন্ডকালীন আনসার ভিডিপি সদস্যরা জানান, প্রায় ৩৫০জন লোক শুভাঢ্যা ইউনিয়নের কয়েকটি ওয়ার্ডে ভোট কেন্দ্রে পুলিশের পাশাপাশি তারা দ্বায়িত্ব পালন করেছে। নির্বাচন শেষে কেরানীগঞ্জ উপজেলা আনাসার ভিডিপি কর্মকর্তার অফিস থেকে উপজেলা পরিষদ মাঠে তাদের জনপ্রতি সরকারী ভাতা ৪৫৫৭টাকা করে দেয়া হয়।এসময় শূভাঢ্যা ইউনিয়নের দুটি ওয়ার্ডের ক্ষমতাসীনদলের প্রভাবশালী দুইনেত্রী জোড়পুর্বক তাদের প্রত্যেকের হাত থেকে টাকাগুলো নিয়ে যায়। এতে তারা এর প্রতিবাদ করলে ওই দুইনেত্রী হিসেব করে পরে তাদের প্রত্যেককের হাতে টাকা পৌছে দেয়ার কথা বলে চলে যায়।পরে ওই দুই নেত্রী আর তাদের সাথে যোগাযোগ করেনি। বরং ভাতা ব্িঞ্চত আনসার ভিডিপির সদস্যরা ওই দুই নেত্রীর সাথে বারবার যোগাযোগের চেষ্টা করলে তারা তাদের নানা প্রকার হুমকী দুমকী দিচ্ছে। চরমীরেরবাগ এলাকার বন্যা আক্তার ও জাহিদ হাসান নামে দুই ভিডিপি সদস্য জানান, ওই দুই নেত্রীর বিরুদ্ধে তাদের টাকা লোপাটের বিষয়টি বিভিন্ন জায়গায় জানানোর ঘটনায় তারা থানায় তাদের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ দিয়েছে। এখন তারা পুলিশ দিয়ে ভুক্তভোগী খন্ডকালীন আনসার ভিডিপির সবাইকে হয়রানী করছে।
এব্যাপারে কেরানীগঞ্জ উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মোঃ সহিদুল ইসলাম জানান, আমরা খন্ডকালীন আনসার ভিডিপির প্রত্যেক সদস্যের স্বাক্ষর নিয়ে তাদের হাতে হাতে টাকা বুঝিযে দিয়েছি। তবে কে বা কারা তাদের হাত থেকে টাকা নিয়েছে তা আমার জানা নেই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ