Inqilab Logo

শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১, ২২ যিলহজ ১৪৪৫ হিজরী

দিনাজপুরের মধ্যপাড়া পাথর খনিতে দুর্ঘটনায় বাংলাদেশী শ্রমিকের মৃত্যু

দিনাজপুর অফিস | প্রকাশের সময় : ৬ জানুয়ারি, ২০১৯, ১১:১৩ এএম

দিনাজপুরের মধ্যপাড়া পাথর খনিতে দুর্ঘটনায় এক বাংলাদেশী শ্রমিকের মৃত্যু হয়েছে। গত শনিবার রাত ৯ টার দিকে ওই শ্রমিকের মৃত্যু হয়।
নিহত শ্রমিকের নাম মোস্তাফিজার রহমান (৩০)। তিনি দিনাজপুর জেলার মধ্যপাড়া পাইকারপাড়া এলাকার একরামুল হকের ছেলে। মধ্যপাড়া পাথর খনিতে তিনি সাহায্যকারী কর্মী হিসেবে কর্মরত ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন মধ্যপাড়া পাথর খনির মহাব্যবস্থাপক (মার্কেটিং) আবু তালেব ফারাজি।
তিনি জানান, রোববার সন্ধ্যার দিকে মোস্তাফিজার রহমান খনির ১০নং স্টোপে বিস্ফোরক লাগানোর কাজ করছিলেন। এ সময় পাথর সরে গিয়ে সেখানে দুর্ঘটনা ঘটলে গুরুতর আহত হন মোস্তাফিজার রহমান। পরে তাকে মধ্যপাড়া হাসপাতালে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়। এতে তার অবস্থার উন্নতি না হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টার দিকে তিনি মারা যান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শ্রমিকের মৃত্যু


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ