Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

স্কুলশিক্ষকের সচেতনতায় দুর্ঘটনা থেকে রক্ষা পেল ট্রেন

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ৬ জানুয়ারি, ২০১৯, ১২:০২ এএম

পাবনার ভাঙ্গুড়ায় স্কুলশিক্ষক আব্দুস সবুরের সচেতনতায় দুর্ঘটনা থেকে রক্ষা পেল ট্রেন। দুটি স্লিপার ভেঙে যাওয়ায় বিপজ্জনক অবস্থায় ছিল রেললাইন। এ অবস্থায় ট্রেন আসলে ঘটতে পারত ভয়াবহ দুর্ঘটনা। শিক্ষক আব্দুস সবুরের তৎপরতায় ট্রেন চলাচল বন্ধ করে তিন ঘণ্টা ধরে রেললাইন মেরামত করা হয়। গতকাল শনিবার সকালে ঢাকা-ঈশ্বরদী রেললাইনের ভাঙ্গুড়ায় উপজেলার দিলপাশার স্টেশনের পূর্ব পাশে এ ঘটনাটি ঘটে ।

ভাঙ্গুড়ায় উপজেলার দিলপাশার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সবুর জানান, সকাল ৯টার দিকে তিনি স্কুলে যাচ্ছিলেন। এ সময় তার চোখে পড়ে দুটি স্লিপার ভেঙে রেললাইনের একপাশ অনেকটা নিচু হয়ে রয়েছে। রেললাইনটি চলনবিলের মধ্যে দিয়ে গেছে। তাই মাটি থেকে রেললাইনের উচ্চতা অন্তত ৩০ ফুট। এখানে ট্রেন লাইনচ্যুত হলে তা গভীর খাদে পড়বে এমন আশঙ্কায় আতঙ্কিত হয়ে পড়েন। তিনি আরও জানান, যে কোনো সময় চলে আসতে পারে দ্রুতগামী সব আন্তনগর ট্রেন, এটা ভেবে তিনি তাৎক্ষণিক এক কৃষকের কাছ থেকে লাল গামছা নিয়ে সেখা টানিয়ে দেন। এরপর তিনি দৌড়ে ছুটে যান দিলপাশার স্টেশনে। কিন্তু সেখানে রেলের কাউকে না পেয়ে তিনি ফোন করেন সেখানকার এক কলেজ শিক্ষক মাহবুব আলমকে। মাহবুব আলম জরুরিভাবে খবরটি জিআরপি পুলিশ ও লাহিড়ী মোহনপুর স্টেশন মাস্টারের কাছে পৌঁছে দেন। এরপর খবর পায় রেলের পাকশী বিভাগের ট্রাফিক কন্ট্রোল রুম। পরে এ পথে ট্রেন চলাচল বন্ধ করে দেয়া হয়।
শিক্ষক আব্দুস সবুর বলেন, কোনো দুর্ঘটনা না ঘটায় যেমন স্বস্তি পেয়েছি তেমনি সংবাদ পৌঁছানোর সময়টুকুতে আমি খুবই আতঙ্কের মধ্যে ছিলাম।
ভাঙ্গুড়ায় রেলওয়ে স্টেশন মাস্টার আব্দুল মালেক বলেন, দুপুর দেড়টা থেকে এ রুটে স্বাভাবিকভাবে ট্রেন চলাচল শুরু হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দুর্ঘটনা থেকে রক্ষা পেল ট্রেন
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ