বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সড়ক দুর্ঘটনা এড়ানোর জন্য ঘনকুয়াশায় যানবাহন চালাতে সতর্ক থাকতে চালাকদের প্রতি আহবান জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মাহফুজুল হক। গতকাল এক বিবৃতিতে তিনি বলেন, সড়ক দুর্ঘটনায় প্রতিদিনই প্রাণ হারাতে হচ্ছে অনেক যাত্রীকে। আহত হয়ে চির পঙ্গুত্ব বরণ করে নিদারুন কষ্টের জীবন অতিবাহিত করছেন হাজার হাজার যাত্রী। অধিকাংশ ক্ষেত্রে একজন যাত্রীর প্রাণ ঝরার কারণে সুখের সংসারগুলো পথে বসে যাচ্ছে। শীতকালীন ঘণ-কুয়াশার কারণে সড়ক ও নদীপথে দুর্ঘটনা আরো বেড়ে যায়। গত কয়েক দিন যাবত ঘণ কুয়াশার কারণে সড়ক ও নৌপথ যেন চেনাই যায় না। এমতাবস্থায় যানবাহনে হেডলাইট জালিয়ে নিয়ন্ত্রিত গতিতে যানবাহন চালানোর জন্য মাওলানা মাহফুজুল হক সকল চালকদের প্রতি এ আহবান জানিয়েছেন। তিনি এবিষয়ে সংশ্লিষ্ট ট্রাফিক বিভাগকে যথাযথ ব্যবস্থা নেয়ার দাবী জানান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।