Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

ভাটারায় পুলিশ কর্মকর্তার স্ত্রীর রহস্যজনক মৃত্যু

বিশেষ সংবাদদাতা: | প্রকাশের সময় : ৬ জানুয়ারি, ২০১৯, ১২:০৩ এএম

রাজধানীর ভাটারার একটি বাসায় এক পুলিশ কর্মকর্তার স্ত্রীর রহস্যজনক মৃত্যু করা হয়েছে। গত শুক্রবার রাত ৩টার দিকে ভাটারার ১৮৭ ছৈলমাইদ পূর্বপাড়ার ভাড়া বাসা থেকে মিনা আক্তার (২৫) নামে ওই গৃহবধূর লাশ উদ্ধার করা হয়। পরে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ভাটারা থানার ডিউটি অফিসার নূর ইসলাম জানান, ওই নারীর স্বামীর নাম সোহেল রানা। তিনি ভাটারা থানার এএসআই। নিহতের গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার দাগ রয়েছে। তবে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ ওই বাসার খাটের উপর পড়ে থাকতে দেখে। এ সময় ওই পুরিশ কর্মকর্তা বাসায় ছিলেন। তাদের একটি সন্তান রয়েছে।
মরদেহের সুরতহাল করা ভাটারা থানার এসআই ইমাম রাজন জানান, আমরা বাসায় গিয়ে ওই নারীর লাশ বিছানায় শোয়ানো অবস্থায় পেয়েছি। স্বামী সোহেলের দাবি করেছেন, নিহত মিনা আক্তার রাতে ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। গলায় ফাঁসি দেয়ার চিহ্নও দেখা গেছে। ময়না তদন্তের রিপোর্ট না পাওয়া পর্যন্ত নিশ্চিত বলা সম্ভব নয় এটি হত্যা না আত্মহত্যা বলে ওই কর্মকর্তা মন্তব্য করেন। তিনি আরও জানান, রাতে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটির হয়। একপর্যায়ে তার স্ত্রী পাশের রুমে গিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানতে পেরেছি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পুলিশ কর্মকর্তার স্ত্রীর মৃত্যু
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ