প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
সিনেমায় শাবনূরের চলচ্চিত্র ক্যারিয়ারের পঁচিশ বছর নিয়ে তথ্যচিত্র নির্মাণ করছেন আরেক চিত্রনায়িকা শাহনূর। শাবনূরও বেশ আগ্রহ প্রকাশ করেছেন। শাহনূর বলেন, ‘শাবনূর আমার অনেক প্রিয় একজন অভিনেত্রী। আমার প্রিয় একজন বান্ধবী, মানুষ। যেহেতু সিনেমায় তার অভিনয়ের পঁচিশ বছর চলছে, তাই তার সাফল্যের পথচলাকে কেন্দ্র করে আমি একটি তথ্যচিত্র নির্মাণের পরিকল্পনা করেছি। বিষয়টি আমি শাবনূরকে অবগত করেছি। শাবনূর সম্মতি দিয়েছেন। এখন তার দীর্ঘ পঁচিশ বছরের নানা বিষয় নিয়ে গবেষণার কাজ চলছে। আশা করছি, চলতি বছরের শুরুতেই তথ্যচিত্র নির্মাণের কাজ শুরু করতে পারবো।’ শাবনূর বলেন, ‘অভিনয় জীবনের পথচলায় আমার অনেক অর্জন, অনেক প্রাপ্তি। দর্শকের ভালোবাসায় আমি আজকের শাবনূর। শাহনূর আমার খুব ভালো একজন বন্ধু। সে যদি যথাযথভাবে তথ্যচিত্রটি নির্মাণ করতে পারে তবে সেটা নিঃসন্দেহে ভালো কিছু হবে।’ শাহনূর জানান শাবনূরকে নিয়ে তথ্যচিত্র নির্মাণের তাকে সার্বিকভাবে সহযোগিতা করবেন নির্মাতা তাজু কামরুল। সেইসাথে চলচ্চিত্রাঙ্গনের অনেক তারকা, পরিচালক’সহ আরো অনেকেই শাবনূরকে নিয়ে এই তথ্যচিত্র নির্মাণে শাহনূরকে সহযোগিতা করবেন বলে আশ্বাস দিয়েছেন। এদিকে তথ্যচিত্রটি নির্মাণের পর তা কোথায় প্রদর্শিত হবে তা এখনো চূড়ান্ত হয়নি। তবে শাহনূর জানান, অবশ্যই শাবনূরকে সঙ্গে নিয়েই তথ্যচিত্রটির প্রথম প্রদর্শনী হবে বড় আয়োজনের মধ্যদিয়ে। আগামী জন্মদিনেও তা হতে পারে বলে জানান শাহনূর। যদি তাই হয় তবে আগামী দীর্ঘ প্রায় দশমাসে শাবনূরকে নিয়ে শাহনূর একটি তথ্যবহুল তথ্যচিত্রই নির্মাণ করতে পারবেন। এ ক্ষেত্রে শাহনূরের আন্তরিক চেষ্টাটাই হয়ে উঠতে পারে এই তথ্যচিত্র নির্মাণে দৃষ্টান্ত। এদিকে দীর্ঘদিন শাবনূরকে নতুন কোন সিনেমায় দেখা যাচ্ছেনা। নতুন বছরেও কোন সিনেমায় অভিনয় করবেন কী না সে ব্যাপারেও নিশ্চয়তা পাওয়া যায়নি। শাহনূর এরইমধ্যে শেষ করেছেন তার নতুন সিনেমা ‘ইন্দুবালা’র কাজ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।