Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জিজি হাদিদ যেইন মালিকের ছাড়াছাড়ি নিয়ে গুজব

| প্রকাশের সময় : ৬ জানুয়ারি, ২০১৯, ১২:০৩ এএম

মডেল জিজি হাদিদ আর গায়ক যেইন মালিকের রোমান্স যে বরাবর সরল রৈখিকভাবে এগিয়েছে তা হয়তো বলা যাবে না, তবে ঘন ঘন তাদের বিভিন্ন জায়গায় সময় কাটাতে দেখা যায় বলে তাদের বন্ধন যে ভেঙে যায়নি তা বলা যায়। তবে সর্বশেষ জানা গেছে তাদের মাঝে সময় খুব ভাল যাচ্ছে না। তাদের সম্পর্কের স্মারক অনেকটাই সোশাল মিডিয়া নির্ভর। যেখানে তারা নিয়মিত ছবি পোস্ট করতেন সেখানে বেশ অনেকদিন ধরেই তা করছেন না। সা¤প্রতিক বড়দিনের ছুটিতে জিজি শুধু সান্টা ক্লসের সঙ্গে বোন বেলা এবং মা ইয়োলান্ডার আর নিজের ছবি পোস্ট করেছেন। এতে মনে হচ্ছে গত নভেম্বর থেকেই তারা সচেতনভাবেই আলাদা হবার সিদ্ধান্ত নিয়ে চলেছেন। সেই সময় থেকে তারা নিজেদের ক্যারিয়ার নিয়েই বেশি ব্যস্ত আছেন। ব্যস্ততা আর রোমান্সের মাঝে ভারসাম্য রাখা তাদের জন্য মনে হয় দুরূহ হয়ে পড়েছে। জানা গেছে যেইন এখন রেকর্ডিং নিয়ে ব্যস্ত আর নতুন অ্যালবাম প্রকাশে প্রস্তুতি নিচ্ছেন। আর জিজিও তার মডেলিং ক্যারিয়ার নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন। জিজি তার সোশাল মিডিয়া পেইজে যেইনের উল্লেখ করেছেন গত বছরের অক্টোবরে। পাশাপাশি সেই সময় থেকে যেইন জিজির পেইজে কোনও মন্তব্য করেননি। এছাড়া জিজির কোনও শোতেও তিনি উপস্থিত থাকেননি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জিজি হাদিদ যেইন
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ