Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

থাইল্যান্ড উপকূলে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় পাবুক

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৫ জানুয়ারি, ২০১৯, ১২:০৩ এএম

থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় পাবুক। স্থানীয় সময় দুপুর পৌনে একটার দিকে নাখন সি থাম্মারাত এলাকায় ঝড়টি আঘাত হানে। ঝড়ের কারণে থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে ঝড়ো বাতাস বয়ে যাচ্ছে এবং ভারী বৃষ্টিপাত হচ্ছে। থাইল্যান্ডে ঝড়-ঝঞ্ঝা হয় মূলত বর্ষাকালেই। তবে ৩০ বছরে এই প্রথম বর্ষাকালের বাইরে ঘূর্ণিঝড় আছড়ে পড়েছে থাইল্যান্ডে। এর জন্য পাবুককে ‘অস্বাভাবিক’ ঝড় নামেও ডাকা হচ্ছে। নববর্ষ উদযাপনে কয়েক হাজার পর্যটক ভিড় করেছিলেন থাইল্যান্ডের বিলাসবহুল দ্বীপ, কো ফাঙ্গান, কোহ সামুই ও কো তাও-তে। তবে ঝড়ের আভাস পেয়েই দলে দলে দ্বীপ ছাড়তে শুরু করেন পর্যটকরা। পর্যটকদের কেউ কেউ কোহ সামুই দ্বীপে আটকে পড়েছেন। তারা জানিয়েছেন, সেখানে অনেক বৃষ্টি হচ্ছে, দমকা বাতাস বয়ে যাচ্ছে এবং ঢেউ আছড়ে পড়ছে। স্থানীয় সময় শনিবার সকাল ১১টা পর্যন্ত তাদেরকে বের না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। বিবিসি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ