Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আফগানিস্তানে লাইব্রেরি নির্মাণ নিয়ে মোদিকে খোঁচা ট্রাম্পের

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৫ জানুয়ারি, ২০১৯, ১২:০৩ এএম

আফগানিস্তানে লাইব্রেরি নির্মাণ নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কটাক্ষ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, যুদ্ধ জর্জরিত দেশটিতে ভারতের তৈরি লাইব্রেরিগুলো কোনও কাজে লাগছে না। এগুলো অযথা পড়ে আছে। ২০১৫ সালে আফগনিস্তানে সংসদ ভবনের উদ্বোধনের সময় সেই দেশে শিক্ষার প্রসার ঘটানোর বিষয়ে বিশেষ জোর দিয়েছিলেন নরেন্দ্র মোদি। যুদ্ধবিধ্বস্ত ওই দেশে যেন উচ্চশিক্ষার আলো গিয়ে পৌঁছায় তার জন্য সবরকম বন্দোবস্ত করার প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি। তারই অংশ হিসেবে পরবর্তীতে আফগানিস্তানে একটি সুবিশাল লাইব্রেরি বানিয়ে দেয় ভারত সরকার। বুধবার ওয়াশিংটনে প্রতিরক্ষা সংক্রান্ত মন্ত্রিপরিষদ বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিচ্ছিলেন ট্রাম্প। তখনই কথা প্রসঙ্গে আফগানিস্তানের পুনর্গঠনে ভারতের বিনিয়োগের কথা তুলে ধরেন তিনি। আফগান লাইব্রেরি অকেজো অবস্থায় পড়ে আছে দাবি করে মোদিকে খোঁচা দেন ট্রাম্প। বলেন, ‘আফগানিস্তানে ভারত একটি লাইব্রেরি তৈরি করেছে। তবে সেটি মনে হয় না কোনও কাজে লাগছে। জানি না কে ওই লাইব্রেরি ব্যবহার করছে। আমাকেও বহুবার ওই দেশটিতে লাইব্রেরি তৈরির জন্য অনুরোধ করেছেন মোদি। জানিনা কী কারণে। উনি কি চাইছিলেন লাইব্রেরি তৈরির জন্য আমি ওনাকে অনেক ধন্যবাদ জানাব?’ রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ