Inqilab Logo

বৃহস্পতিবার, ২৭ জুন ২০২৪, ১৩ আষাঢ় ১৪৩১, ২০ যিলহজ ১৪৪৫ হিজরী

আগ্রার কৃষক আলু বিক্রির টাকা পাঠালেন মোদিকে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৫ জানুয়ারি, ২০১৯, ১২:০৩ এএম

কষ্টে ফলানো ১৯ টন আলু বিক্রি করে পেয়েছিলেন মাত্র ৪৯০ রুপি! আর সেই টাকা পুরোটাই ভারতের প্রধানমন্ত্রী নরেদ্র মোদির নামে মানি অর্ডার করেছেন দেশটির উত্তর প্রদেশের আগ্রার এক কৃষক। দেশটির সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, চাষের জামির বেশিরভাগটাতেই আলু চাষ করেছিলেন প্রদীপ শর্মা নামের ওই কৃষক। ফলনও ভালো হয়েছিল। আলু বিক্রি করে ৯৪ হাজার ৬৭৭ রুপি পেয়েছিলেন তিনি। এর মধ্যে ৪২ হাজার ৩০ রুপি মোটর ভাড়া, ৯৯৮ আনলোডিং চার্জ, ৩৭৯০ দালাল খরচ, ১০০ রুপি ড্রাফট কমিশন এবং বাছাই করতে ৪০০ রুপি খরচ হয়। সব মিলিয়ে প্রায় ৪৮ হাজার ১৮৭ খরচ হয় তার। বেঁচে ছিল ৪৬ হাজার ৪৯০ টাকা। এরপর কোল্ড স্টোরেজে প্রত্যেক প্যাকেটের জন্য ১২৫ রুপি অর্থাৎ, ৪৬ হাজার রুপি দিতে হয় কোল্ড স্টোরেজের মালিককে। এরপর আয় হিসেবে তার কাছে ছিল মাত্র ৪৯০ রুপি। রাগে সেই পুরো অর্থই মোদিকে পাঠিয়ে দিয়েছেন ওই কৃষক। তিনি জানান, প্রধানমন্ত্রীর ওপর এমনিতে তার কোনো রাগ নেই। তিনি শুধু দেখাতে চান দেশে কৃষকদের প্রকৃত অবস্থাটা কী। এনডিটিভি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ