মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলসহ জার্মানির শতাধিক রাজনীতিবিদের ব্যক্তিগত তথ্য চুরি করে সেগুলো টুইটারে প্রকাশ করা হয়েছে। স্থানীয় একটি রেডিওতে শুক্রবার সকালে এ খবর প্রকাশ করা হয় বলে জানিয়েছে কয়েকটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যম। এই ঘটনাকে দেশটির উপর হওয়া সবচেয়ে খারাপ সাইবার হামলা বলে বর্ণনা করে হচ্ছে। ডয়চে ভেলে জানায়, কট্টর ডানপন্থি দল অল্টারনেটিভ ফর জার্মানি (এএফডি) ছাড়া দেশটির পার্লামেন্টের অংশ আর সব দলের নেতারা কম-বেশি এই হামলার শিকার হয়েছেন। এমনকি প্রাদেশিক পর্যায়ের নেতারাও বাদ যাননি। ‘আরবিবি ইনফোরেডিও’র খবর অনুযায়ী, বৃহস্পতিবার সন্ধ্যায় প্রথম সাইবার হামলার বিষয়টি আবিষ্কার হয়। যদিও চুরি যাওয়া ওই সব তথ্য গত ডিসেম্বর মাসের প্রথম দিকে পোস্ট করা হয়েছে বলে দেখা যাচ্ছে। হামবুর্গ ভিত্তিক একটি টুইটার অ্যাকাউন্ট থেকে সেগুলো পোস্ট করা হয়। ওই অ্যাকাউন্টের মালিক নিজেকে নিরাপত্তা গবেষক এবং শিল্পী বলে বর্ণনা করেছেন। যেসব তথ্য ‘লিক’ হয়েছে সেগুলোর মধ্যে বেশিরভাগই নেতাদের ঠিকানা ও ফোন নম্বর, আইডি কার্ড, অনলাইনে ব্যক্তিগত আলাপ, ব্যাংক লেনদেন এবং অন্যান্য আর্থিক বিষয়ের বিস্তারিত তথ্য রয়েছে। তবে ‘লিক’ হওয়া তথ্যের কোনটিই ‘রাষ্ট্রীয় অত্যন্ত সংবেদনশীল গোপন তথ্য নয়’ বলে রেডিওর খবরে বলা হয়েছে। টুইটারে প্রকাশ করা ওই সব তথ্যের কিছু কিছু বছরখানের পুরনো। কে বা কারা কী কারণে এসব তথ্য চুরি করে প্রকাশ করেছে তা এখনও জানা যায়নি। ডয়চে ভেলে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।