Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৫ জানুয়ারি, ২০১৯, ১২:০৩ এএম

তারা হচ্ছে শত্রু 

ইনকিলাব ডেস্ক : দাবা প্রতিযোগিতায় ইসরাইলি প্রতিদ্ব›দ্বীর বিপক্ষে খেলতে অস্বীকার জানিয়ে লেবাননের এক খ্রিস্টান বালক দাবারু বলেছে, তারা হচ্ছে শত্রু। স্পেনে মার্ক আবু দীপ নামের আট বছর বয়সী শিশুটি ইসরাইলি প্রতিদ্ব›দ্বীর বিপক্ষে খেলবে না বলে গো ধরে। এতে লেবাননজুড়ে প্রশংসায় ভাসছে শিশুটি। এক সাক্ষাৎকারে শিশুটি জানায়, আয়োজকরা তাকে জিজ্ঞাসা করেছিল, কেন সে খেলতে রাজি নয়। জবাবে সে জানায়, ইসরাইল হচ্ছে একটি শত্রু। ওটিভি।

প্রত্যাখ্যান ইরানের

ইনকিলাব ডেস্ক : মহাকাশে ইরানের রকেট উৎক্ষেপণ ও ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিয়ে মার্কিন হুশিয়ারিকে প্রত্যাখ্যান করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ। বৃহ্স্পতিবার তিনি বলেন, ইরান জাতিসংঘের প্রস্তাবের লঙ্ঘন করছে না। এর আগে ইরানের তিনটি পরিকল্পিত মহাকাশযান উৎক্ষেপণের মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও আগাম হুশিয়ারি জারি করেছেন। তিনি বলেন, এটি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাবের লঙ্ঘন। কারণ দেশটির হাতে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র রয়েছে। ইরনা।


কোকেনের বিরুদ্ধে
ইনকিলাব ডেস্ক : মাদকের বিরুদ্ধে একজোট হয়ে কাজ করার অঙ্গীকার করেছে যুক্তরাষ্ট্র ও কলম্বিয়া। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও কলম্বিয়ার প্রেসিডেন্ট ইভান ডুইকের সঙ্গে সাক্ষাত্ করে এ কথা জানান। প্রসঙ্গত, কলম্বিয়া কোকেনের সবচেয়ে বড় উৎপাদক আর যুক্তরাষ্ট্র সবচেয়ে বড় গ্রাহক। খবরে জানানো হয়, ওই বৈঠকে কলম্বিয়ায় কোকেনের মূল উপকরণ কোকাপাতার উৎপাদন বেড়ে যাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন মাইক পম্পেও। বিবিসি।

যুক্তরাষ্ট্রের সতর্কতা
ইনকিলাব ডেস্ক : চীন সফরের ক্ষেত্রে ‘বাড়তি সতর্কতা’ অবলম্বনের জন্য মার্কিন নাগরিকদের পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর। চীনে কানাডা ও যুক্তরাষ্ট্রের কয়েকজন নাগরিকের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপের প্রেক্ষাপটে এ সতর্কতা দেওয়া হলো। মার্কিন প্রশাসনের সতর্ক বার্তায় অভিযোগ করা হয়েছে, ইচ্ছাকৃতভাবে চীন সেদেশে বসবাসরত মার্কিন নাগরিকদেরকে দেশ ত্যাগে বাধা দিচ্ছে। রয়টার্স।

১৩ কানাডীয় আটক
ইনকিলাব ডেস্ক : ডিসেম্বরের শুরু থেকে এখন পর্যন্ত চীন মোট ১৩ কানাডীয়কে আটক করেছে বলে জানিয়েছে অটোয়া। যুক্তরাষ্ট্রের অনুরোধে টেলিকম জায়ান্ট হুয়াওয়ের প্রধান অর্থনৈতিক কর্মকর্তা মেং ওয়ানঝৌকে গ্রেপ্তারের পর থেকে এদের আটক করা হয়, বৃহস্পতিবার কানাডার সরকার এক বিবৃতিতে এ তথ্য জানায়। আটক ১৩ জনের মধ্যে বেইজিং এরই মধ্যে অন্তত ৮ জনকে ছেড়ে দিয়েছে বলেও নিশ্চিত করেছে কানাডার পররাষ্ট্র মন্ত্রণালয়। রয়টার্স।


জার্মানিতে গাড়ি হামলা
ইনকিলাব ডেস্ক : জার্মানির বোট্রোপ ও এসেন শহরে এক ব্যক্তি ইচ্ছাকৃতভাবে পথচারীদের ওপর গাড়ি চালিয়ে দেয়ায় বিদেশি নাগরিকসহ অন্তত ৮ জন আহত হয়েছেন। পুলিশ বলছে, চালক বিদেশি-বিদ্বেষে আক্রান্ত ও মানসিক ভারসাম্যহীন। এ ঘটনায় আহত হন অন্তত ৮ পথচারী। আহতদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ডয়েচে ভেলে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ