Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দুই বছর পর নতুন অ্যালবাম নিয়ে হাজির হচ্ছেন তিশমা

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ৪ জানুয়ারি, ২০১৯, ১২:০৩ এএম

দীর্ঘদিন পর নতুন গান নিয়ে হাজির হয়েছেন রক শিল্পী তিশমা। গত সপ্তাহে তার নতুন অ্যালবামের প্রথম গান ‘ফায়ার অ্যান্ড আইস’ প্রকাশ করা হয়েছে। অ্যালবামের নাম ‘এক্স’। এর মাধ্যমে দুই বছর পর নতুন গানের অ্যালবাম প্রকাশ করতে যাচ্ছেন তিনি। অ্যালবামের সবগুলো গানের সুর-সঙ্গীত করেছেন তিশমা নিজেই। তিশমা বলেন, আমি একটু নীরবেই কাজ করি। কাজ শেষ হলে সবাইকে জানাই। এজন্য গান প্রকাশের দিনই খবরটি জানাচ্ছি। নতুন এ অ্যালবামের কাজ শেষ করতে সময় লেগেছে দুই বছর। এতে গান থাকছে ১৩টি। এগুলোর কথা লিখেছেন দেশের জনপ্রিয় বেশ কয়েকজন গীতিকার। তিশমা ছাড়াও এই অ্যালবামের গান লিখেছেন কবির বকুল, অনুরূপ আইচ, তানভীর তারেক, ফয়সাল রাব্বিকীন ও রবিউল ইসলাম জীবন। অ্যালবামে থাকা উল্লেখযোগ্য গান হচ্ছে- দুঃখের সাতকাহন, হু কেয়ার্স, এক্স, টাচ, দ্য ওয়ান প্রভৃতি। এক্স তিশমার সুর-সংগীত ষষ্ঠ অ্যালবাম। আর এটি তার ১৪তম একক। তিশমা জানান, এক্স অ্যালবামের গানগুলো শোনা যাবে শিল্পীর নিজস্ব ওয়েবসাইট, ইউটিউব, আইটিউনস, অ্যামাজন, ¯পটিফাই, রিভার্বনেশনসহ অন্যান্য অনলাইনে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অ্যালবাম নিয়ে হাজির হচ্ছেন তিশমা
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ