প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
ট্র্যাভিস নাইট পরিচালিত সাইফাই অ্যাকশন-অ্যাডভেঞ্চার ফিল্ম ‘বাম্বলবি’। ‘কুবো অ্যান্ড দ্য টু স্ট্রিংস’ (২০১৬) নাইট পরিচালিত আরেকটি চলচ্চিত্র। ‘বাম্বলবি’ ‘ট্রান্সফরমার্স’ সিরিজের ষষ্ঠ ফিল্ম এবং ২০০৭ সালে মুক্তিপ্রাপ্ত ‘ট্রান্সফরমার্স’ ফিল্মের প্রিকুয়েল।
ক্যালিফোর্নিয়া, ১৯৮৭। অনেক ঘাত প্রতিঘাত আর প্রতিকূলতা মোকাবেলার পরও অটোবট বাম্বলবির পলায়নপর জীবনের ইতি ঘটেনি। শেষ পর্যন্ত সে আশ্রয় নিয়েছে সমুদ্র সৈকতের কাছে একটি পুরনো আর বাতিল গাড়ির জাঙ্ক ইয়ার্ডে। এখানে একটি ফোক্স ওয়াগেন বিটল বা বাগির রূপে অবস্থান করছে। চার্লি (হেইলি স্টাইনফিল্ড) আর কয়েকদিন পর আঠারোতে পা দেবে। বয়সের নতুন পর্যায়ে নতুন করে দুনিয়াকে দেখতে চায় সে। জাঙ্কইয়ার্ডে এসে প্রায় বাতিল বিটল গাড়িটিকে আবিষ্কার করে সে। সেটিকে তার প্রথম গাড়ি হিসেবে বেছে নিয়ে সংস্কারের চেষ্টার সময় সে বুঝতে পারে এটি কোনও সাধারণ ফোক্স ওয়াগেন বিটল নয়। বন্ধু হয়ে ওঠে তারা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।