রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
কিশোরগঞ্জের হোসেনপুরে নিজ গৃহে আবু তাহের (৫৫) নামে এক কাঠুরিয়া খুন হয়েছেন। সে উপজেলার সীমান্তবর্তী জিনারী গ্রামের মৃত আবদুল গফুরের ছেলে। এলাকাবাসী জানান, গত বুধবার গভীর রাতে নিজ গৃহে অজ্ঞাত দুর্বৃত্তদের হাতে সে খুন হয়েছে বলে ধারণা করছে। নিহতের শরীরের বুকের বাম পাশে ধারলো অস্ত্রের আঘাতের চিহৃ রয়েছে বলে পুলিশ জানিয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে খবর পেয়ে হোসেনপুর থানা পুলিশ আবু তাহেরের লাশ উদ্ধার করে কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। ৪ সন্তানের জনক তাহের পেশায় একজন কাঠুরিয়া ছিলেন। তাঁর স্ত্রী মনোয়ারা বেগম সৌদি প্রবাসী। ঘটনার রাতে বড় ছেলে আনোয়ার হোসেন (১৫) তাঁর ফুফুর বাড়িতে বেড়াতে যাওয়ার বাড়ি ফাঁকা ছিল। ছোট ছেলে সোলেয়ামান (১২) পাশের কক্ষে ঘুমিয়ে থাকলেও সে কিছুই টের পায়নি বলে জানায়। হোসেনপুর থানার ওসি জানান, আবু তাহেরর হত্যা রহস্যজনক।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।