রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
কুমিল্লার দাউদকান্দি ও মেঘনা উপজেলায় গত ১০ বছরে হাজার কোটি টাকার অধিক দৃশ্যমান উন্নয়ন-আধুনিকায়নের রূপকার মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূইয়া এমপি। শিক্ষা জীবন থেকে শুরু করে চাকরি ও রাজনীতিতেও সফল। জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-১ আসন থেকে তিনি তিনবার নির্বাচিত হয়ে হ্যাটট্রিক করেছেন। নতুন প্রজন্মকে আ.লীগের প্রতি উদ্দীপ্ত করে ৩৫ বছর পর সর্বোচ্চ ভোট পেয়ে সুবিদ আলী তৃতীয় বারের মতো জয় তুলে দলে তাক লাগিয়েছেন। জীবনে হার না মানা সুবিদ আলী। কুমিল্লার একটি অজপাড়াগাঁ জুরানপুর গ্রামে তার জন্ম। নেই অহঙ্কার। নেই অর্থের দাপট। একজন আত্মবিশ্বাসী ও দৃঢ়প্রত্যয়ী মানুষের জীবন্তরূপ, এবারের নির্বাচনে ঐতিহাসিক বিজয়। এ বিজয় নতুন প্রজন্মের। তার হাত ধরেই আজ দাউদকান্দি-মেঘনা সন্ত্রাস, চাঁদাবাজ মুক্ত হয়েছে। শিক্ষানুরাগী ব্যক্তি হিসেবেও তার রয়েছে বেশ সুনাম। এখানকার বিএনপির ঘাটি ভেঙে তছনছ করে আওয়ামী লীগের দুর্গে পরিনত করেছেন আসনটি। জাতীয় রজনীতিতে নেতৃত্ব থাকায় দেশের পূর্বাঞ্চলে প্রবেশদ্বার আসনটি রাজনীতিতে গুরুত্ব বহন করে আসছে। দাউদকান্দি ও মেঘনার ভোটার ও সুশীল সমাজের প্রত্যাশা, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুবিদ আলী ভূইয়াকে মন্ত্রিসভায় স্থান দিয়ে এ এলাকার উন্নয়নের গতি তরান্বিত করবেন। তারা বলছেন, এখানে সব সরকারের আমলেই মন্ত্রী থাকে, আমাদের এমপির তিন মেয়াদ চলছে। এখানে আ.লীগের মন্ত্রী থাকুক এটা আমাদের দীর্ঘদিনে প্রানের দাবি। আমাদের দীর্ঘ কয়েক যুগের লালিত স্বপ্ন ‘মন্ত্রী চাই’ বাস্তবায়িত হলে আমরা দলের সভানেন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে চিরকৃতজ্ঞ থাকব।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।