বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার শালবাহান ইউনিয়নের মাঝিপাড়া এলাকায় জমি দখল নিতে দুই পক্ষের সংঘর্ষে শাহজাহান আলী নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় অপরপক্ষের আহত হয়েছেন আরো ৫ জন। আহতদের পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল ও রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পুলিশ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে।
মঙ্গলবার ওই এলাকায় ৩৮ শতক বিরোধীয় জমির দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষের হতাহতের এই ঘটনা ঘটে। নিহত শাহজাহান তেঁতুলিয়া উপজেলার তিরনইহাট এলাকার হাকিমুল ইসলামের ছেলে।
স্থানীয়রা জানান, তেঁতুলিয়া উপজেলার মাঝিপাড়া মহিলা কলেজ সংলগ্ন ৩৮ শতক জমি নিয়ে স্থানীয় আবু বক্কর সিদ্দিক ও শাহ আলম (বাবুল) মধ্যে দীর্ঘ ৭ বছর দ্বন্দ্ব চলে আসছে। আবু বক্কর সিদ্দিক ওই জমিটি তার বাবার থেকে পাওয়া বলে দাবি করেন। একই সাথে জমিটির ক্রয় সূত্রে মালিকানা দাবি করেন বাবুল। কোনো পক্ষই সমঝোতায় আসছিলেন না। এ নিয়ে তেঁতুলিয়া থানায় উভয় পক্ষকে নিয়ে বৈঠকও হয়েছে। কিন্তু সমাধানে আসেনি কোনো পক্ষ। নির্বাচনের পর আবারো দুই পক্ষকে নিয়ে থানায় বসার কথা ছিল। এ ছাড়া উভয়পক্ষের করা মামলাও চলমান রয়েছে।
গত ৬ মাস আগে ওই বিরোধীয় জমিতে ঘর তোলেন আবু বক্কর সিদ্দিক। কিন্তু দুই বারই ভেঙে দেয় বাবুল ও তার লোকজন। এরপর গত দুই মাস আগে আবারো ওই জমিতে তিনটি ঘর তোলেন আবু বক্কর। এই নিয়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। গতকাল মঙ্গলবার গভীর রাতে বাবুল তার লোকজন নিয়ে ওই জমিতে তোলা ঘরগুলো ভেঙে দিতে যায়। এ সময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এক পর্যায়ে বাবুলের ভাতিজি জামাতা শাহজাহানকে আটক করে মারধর করে আবু বক্কর সিদ্দিক ও তার লোকজন। পরে তেঁতুলিয়া থানা পুলিশ তাকে উদ্ধার করে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে সংঘর্ষে আবু বক্করসহ তার পক্ষের ৫ জন আহত হন। আহতরা হলেন- আবু বক্কর সিদ্দিক, তার স্ত্রী মেহেরুন নেছা, ছেলে ইব্রাহীম, ভাই আবুল হোসেন ও ভাতিজা মো. হানিফ। এদের মধ্যে মেহেরুন নেছা ও আবুল হোসেনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ঘটনার পরপরই পুলিশ মশিয়র রহমান ও হোসেন আলী নামে আবু বক্কর পক্ষের দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। এ ঘটনায় তেঁতুলিয়া মডেল থানায় একটি হত্যা মামলা করেছেন নিহত শাহজাহানের স্ত্রী শিউলি আক্তার।
আবু বক্কর সিদ্দিক বলেন, ওরা ৫০/৬০ জন ছুরি, দা ও লাঠি নিয়ে আমাদের উপর হামলা করে। শাহজাহান রাম দা দিয়ে যাকে পাচ্ছে তাকেই কোপ দিচ্ছে। আমাদের কয়েকজন তাকে ধরে রাখে। এরপর কিভাবে মারা গেলো আমরা বলতে পারবো না।
শাহ আলম বাবুল বলেন, আমি জমিটি ক্রয় সূত্রে দীর্ঘদিন ধরে ভোগ করে আসছি। ওরা জোর করে ঘর তুলতে চেষ্টা করলে আমরা তাতে বাঁধা দেই। এ সময় তারা আমাদের উপর হামলা করলে আমার ভাতিজি জামাতা শাহজাহান নিহত হয়। আমি এর দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করছি।
তেঁতুলিয়া মডেল থানার ওসি জহুরুল ইসলাম বলেন, জমি দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের স্ত্রী থানায় একটি মামলা করেছেন। আমরা আসামিদের মধ্যে দুইজনকে গ্রেপ্তার করেছি। স্থানীয়রা জানায় ওই জমি নিয়ে দীর্ঘদিনের বিবাদ ধরে চলছিল। তারপর এই মর্মান্তিক ঘটনাটি হওয়ায় একটি প্রান অনায়াসে চলে গেলো।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।