Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

হংকংয়ের স্বাধীনতার দাবিতে বিক্ষোভ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩ জানুয়ারি, ২০১৯, ১২:০৩ এএম

পূর্ণ গণতন্ত্র ও মৌলিক অধিকারের দাবিতে হংকংয়ে গতকাল কয়েক হাজার বিক্ষোভকারী মিছিল করেছে। এসব দাবির পাশাপাশি বিক্ষোভকারীরা চীনের কাছ থেকে হংকংয়ের স্বাধীনতারও দাবি জানিয়েছে। গত বছরজুড়ে যুক্তরাষ্ট্র, ব্রিটেনসহ বহু দেশ হংকংয়ে সংঘটিত বেশকিছু ঘটনা সম্পর্কে উদ্বেগ প্রকাশ করেছে। দেশগুলোর মতে, এসব ঘটনায় চীনা শাসনের অধীন হংকংয়ের স্বাধীনতা ও স্বায়ত্তশাসন লাভের বিষয়টি আস্থা হারাচ্ছে। এসব ঘটনার মধ্যে অ্যাক্টিভিস্টদের কারাগারে পাঠানো, একটি স্বাধীনতাকামী রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণা, পশ্চিমা সাংবাদিককে বহিষ্কার এবং স্থানীয় নির্বাচনে গণতন্ত্র চর্চাকারীদের অংশগ্রহণে বাধা দেয়া রয়েছে। নতুন বছরের প্রথম দিনের মিছিলে প্রায় ৫ হাজার ৮০০ মানুষ অংশগ্রহণ করে বলে আয়োজক সংগঠনগুলো জানিয়েছে। এ কর্মসূচি থেকে বিক্ষোভকারীরা স্থগিত গণতান্ত্রিক সংস্কার পুনরায় চালু এবং বেইজিংয়ের রাজনৈতিক দমনের বিরুদ্ধে লড়াইয়ের ডাক দিয়েছে। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ