মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
মিসরের প্রেসিডেন্ট হিসেবে দুই বারের বেশি রাষ্ট্রীয় ক্ষমতায় থাকা যাবে না বলে যে সাংবিধানিক বাধ্যবাধ্যকতা রয়েছে তা পরিবর্তনের চিন্তাভাবনা করা হচ্ছে। প্রেসিডেন্ট জেনারেল আবদেল ফাত্তাহ আস-সিসিকে ক্ষমতায় রাখার জন্য তার সমর্থকরা এরইমধ্যে এই বাধ্যবাধকতা পরিবর্তনের আহ্বান জানিয়েছেন। জেনারেল সিসির দ্বিতীয় দফা ক্ষমতার মেয়াদ শেষ হবে ২০২২ সালে। তার আগেই এ ব্যবস্থায় পরিবর্তন আনতে চান তার সমর্থকরা যাতে সিসির ক্ষমতা ক্ষমতায় থাকা নির্বিঘ্ন হয়। মিশরে প্রথম গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট মুহাম্মাদ মুরসিকে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত করার এক বছর পর ২০১৪ সালের জুন মাসে জেনারেল সিসি ক্ষমতায় আসেন। এর আগে তিনি মুরসি সরকারের প্রতিরক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। গত রোববার মিশরের রাষ্ট্রীয় মালিকানাধীন আল-আখবার পত্রিকা এক সম্পাদকীয়তে জানিয়েছে, জেনারেল সিসির ক্ষমতা নিশ্চিত করার জন্য ২০১৯ সালে ‘বিলম্বিত রাজনৈতিক সংস্কার’ শুরু হবে। পার্সটুডে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।