Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

স্বামী ছেড়ে দুই নারীর বিয়ে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩ জানুয়ারি, ২০১৯, ১২:০২ এএম

ছয় বছর আগে কলেজে প্রথম দেখা হয় কনকদুর্গা ও বিন্দুর । এরপর তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে বাড়ির লোকজন জোর করে অন্য জায়গায় তাদের বিয়ে দেয়। কিন্তু তাদের মধ্যে নিয়মিত যোগাযোগ ছিল। এতদিন পর তারা সামাজিক মতে বিয়ের সিদ্ধান্ত নেন। দুজনই স্বামীকে ডিভোর্স দেন। তারপরই দ্বিতীয় বিয়ে করেন। যদিও ম্যারেজ রেজিস্ট্রার তাদের বিয়ে মানেননি। বিয়ের ছয় বছর পর স্বামীকে ছেড়ে বিয়ে করেছেন ভারতের উত্তরপ্রদেশের এই দুই নারী। মঙ্গলবার বুন্দেলখন্ডের এক মন্দিরে গিয়ে বিয়ে করেন তারা। তাদের মধ্যে এক নারী বলেন, ‘৬ সেপ্টেম্বর সুপ্রিম কোর্ট ঘোষণা করে সমকামিতা অপরাধ নয়। তারপর আমাদের আইনজীবী জানান, আমরা একসঙ্গে থাকতে পারব। কেউ আমাদের বিরক্ত করতে পারবে না। আমরা কিছুদিন দম্পতির মতো থেকেছি। স্বামীকে ডিভোর্স দিয়ে আমরা আইনিভাবে লড়াইয়ে নেমেছি। যাতে একসঙ্গে থাকা যায়।’ এনডিটিভি।



 

Show all comments
  • Kazi dwin mohammod ২৫ মার্চ, ২০১৯, ১১:৩৪ এএম says : 0
    মানব সমাজের একটি জঘন্যতম মনবাসন।সুস্হ্য মস্তিস্কের মানুষের কাছের যার প্রাপ্তি শুধুই ঘৃনা।সৃষ্টিকর্তা সৃষ্টি করেছে নারী এবং পুরুষ।তাহলে কেন? সেই নির্ল্লজ্য সমকামিতা।এটা কোন অাইন নয়,কলন্কিত কালা অাইন।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ